কালীগঞ্জে মা ও শিশু সহায়তা পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

- Update Time : ১০:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ২৬৪ Time View
গাজীপুরের কালীগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালীগঞ্জ পৌরসভার সকল সদস্য, মা ও শিশু এবং উপকারভোগীদের নিয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও এসআইএমসিবিপি’র প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার। এ সময় কাপাসিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভুঁইয়াসহ পৌর কমিটির সকল সদস্য, মা ও শিশু এবং উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার জানান, গর্ভবর্তী মায়ের গর্ভকালীন চার মাস থেকে শুরু করে শিশুর জন্মের প্রথম ১ হাজার দিনকে প্রাধান্য দিয়ে ৪ বছর বয়স পর্যন্ত মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশের উদ্দেশ্যে এই কর্মসূচিটি প্রণয়ন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়