ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কালিহাতীতে অবৈধড্রেজার ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : ০৯:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / ১১ Time View

টাঙ্গাইলের কালিহাতীর পারখী ইউনিয়নের কুমড়ী বিল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জামাল নামের এক ড্রেজার ব্যবস্যায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জামাল উপজেলার নোয়াবাড়ী গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

পারখী ইউনিয়নের ভিয়াইল কুমড়ী বিলে কয়েকজন বাংলা ড্রেজার ব্যবসায়ী নিয়মিত ড্রেজার চালিয়ে আসছে তাদের মধ্যে কালাম অন্যতম আরও রয়েছেন লতিফ,মতিন,বাবু,শাজাহান।

বিভিন্ন সময় অভিযান চালিয়ে এদের কারু না কারু ড্রেজার জব্দ করে জরিমান করা হলেও ফের মাস পেরুনোর আগেই আবার ড্রেজার বসিয়ে ফসলি জমি ধ্বংস করে এতে এলাকাবাসী ক্ষুব্ধ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল কুমড়ী বিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে আটক করে এ জরিমানা আদায় করেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল কুমড়ী বিলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় জামাল নামের এক ড্রেজার ব্যবস্যায়ীকে আটক করা হয়। পরে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ অর্থদণ্ড করা হয়।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

কালিহাতীতে অবৈধড্রেজার ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
Update Time : ০৯:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীর পারখী ইউনিয়নের কুমড়ী বিল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জামাল নামের এক ড্রেজার ব্যবস্যায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জামাল উপজেলার নোয়াবাড়ী গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

পারখী ইউনিয়নের ভিয়াইল কুমড়ী বিলে কয়েকজন বাংলা ড্রেজার ব্যবসায়ী নিয়মিত ড্রেজার চালিয়ে আসছে তাদের মধ্যে কালাম অন্যতম আরও রয়েছেন লতিফ,মতিন,বাবু,শাজাহান।

বিভিন্ন সময় অভিযান চালিয়ে এদের কারু না কারু ড্রেজার জব্দ করে জরিমান করা হলেও ফের মাস পেরুনোর আগেই আবার ড্রেজার বসিয়ে ফসলি জমি ধ্বংস করে এতে এলাকাবাসী ক্ষুব্ধ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল কুমড়ী বিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে আটক করে এ জরিমানা আদায় করেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল কুমড়ী বিলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় জামাল নামের এক ড্রেজার ব্যবস্যায়ীকে আটক করা হয়। পরে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ অর্থদণ্ড করা হয়।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।