কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধার
- Update Time : ০৭:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- / ১৩৮ Time View
গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমিতে গড়ে উঠা দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা বন বিভাগ।
রোববার (৫ই মে) দুপুরে উপজেলার মাটিকাটা বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাসের প্রতিনিধিত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ অফিসার মনিরুল করিম জানান, দীর্ঘদিন যাবৎ কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বন বিটের আওতাধীন মাটিকাটা বাজার এলাকায় কিছু অসাধু ভূমি জবরদখলকারী বন বিভাগের গাছপালা কেটে, বনের জমিতে অবৈধ স্থাপনা ও দোকান ঘর নির্মান করে ব্যবসা করে আসছিলো। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাসের নেতৃত্বে আজকের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম জানিয়েছেন আজকের এ উচ্ছেদ অভিযানে বন বিভাগের প্রায় এক একর জমি দখল মুক্ত করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি বিশ লক্ষাধিক টাকা। তিনি আরো জানান,উদ্ধার হওয়া জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে গাছের চারা রোপণ করা হবে।