কালাইয়ে আলু ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

- Update Time : ১২:৩৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৭৪ Time View
জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজের ২০ঘন্টা পর আব্দুল মালেক খান ফটু (৬৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩ জানুয়ারী শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কুজাইল দিঘী বড়কোদাল নামক মাঠের আলু ক্ষেত থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মালেক খান ফটু উপজেলার করিমপুর গ্রামের মৃত অফিল উদ্দিন খানের ছেলে। তিনি বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে আব্দুল মালেক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি রাতে বাড়িতে না আসায় বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধ্যান পাননি পরিবারের লোকজন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কৃষকরা মাঠের মধ্যে আলু ক্ষেতে লাশ দেখে পুলিশকে খবর দেয়। এরইমধ্যে পরিবারের সদস্যরা মাঠে গিয়ে লাশ সনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মোটরসাইকেটি পড়েছিল রাস্তার পাশে।
নিহতের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, আমার বাবা বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে চৌমুহনী বাজারে গিয়ে রাতে আর বাড়িতে ফিরেননি। সারারাত খোঁজাখুজি করে তার কোনো সন্ধ্যান না পেয়ে সকালে থানায় গিয়ে পুলিশকে অবগত করেছি। বাড়িতে আসার পর শুনতে পাচ্ছি আলু ক্ষেতে লাশ পরে আছে। সেখানে গিয়ে দেখি ওই লাশই আমার বাবা। তিনি আরও বলেন, আমার বাবা সুস্থ ছিল। কে বা কাহারা আমার বাবাকে হত্যা করে লাশ আলু ক্ষেতে ফেলে গেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ জয়পুরহাট প্রেরন করা হয়েছে। তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত রহস্য জানা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়