ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

কামরাঙ্গীরচর থেকে ডালিম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / ১৩৫ Time View

গ্রেপ্তার মোসা. জুলেখা বেগম এবং মো. সিয়াম হাওলাদার। ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে জহিরুল ইসলাম ডালিম হত্যা মামলার আসামি ভিকটিমের সৎমা ও ভাইকে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তাদের গেপ্তার করে র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ আভিযানিক দল।

গ্রেপ্তাররা হলেন- মোসা. জুলেখা বেগম এবং মো. সিয়াম হাওলাদার।

জানা যায়, জহিরুল ইসলাম ডালিমের বাবা এবং তার বড় ভাই মারা যাওয়ার পর থেকে জহিরুলের সম্পত্তি ভোগ দখল করতে চায় তার সৎমা মোসা. জুলেখা বেগম এবং সৎভাই মো. সিয়াম হাওলাদার। তারা সম্পত্তি ভোগ করার জন্য জহিরুলকে হত্যার ষড়যন্ত্র করে।

সূত্র জানায়, চলতি বছরের গত ১৮ জুলাই দুপুরের খাবার খেতে বসে জহিরুলের সৎমা ও ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ভিকটিমের সৎভাই সিয়াম হাওলাদারসহ অপর আসামিরা অতর্কিতভাবে হামলা করে। হামলার এক পর্যায়ে আসামিরা লাঠি ও ঘরের দরজার ডাসা দিয়ে জহিরুলের মাথা ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর জখম করে আসামিরা পালিয়ে যায়। পরে ১৯ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরপর নিহত জহিরুলের বোন মোসা. সালমা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ওই হত্যাকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্তার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

কামরাঙ্গীরচর থেকে ডালিম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
Update Time : ০৬:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটের মোরেলগঞ্জে জহিরুল ইসলাম ডালিম হত্যা মামলার আসামি ভিকটিমের সৎমা ও ভাইকে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তাদের গেপ্তার করে র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ আভিযানিক দল।

গ্রেপ্তাররা হলেন- মোসা. জুলেখা বেগম এবং মো. সিয়াম হাওলাদার।

জানা যায়, জহিরুল ইসলাম ডালিমের বাবা এবং তার বড় ভাই মারা যাওয়ার পর থেকে জহিরুলের সম্পত্তি ভোগ দখল করতে চায় তার সৎমা মোসা. জুলেখা বেগম এবং সৎভাই মো. সিয়াম হাওলাদার। তারা সম্পত্তি ভোগ করার জন্য জহিরুলকে হত্যার ষড়যন্ত্র করে।

সূত্র জানায়, চলতি বছরের গত ১৮ জুলাই দুপুরের খাবার খেতে বসে জহিরুলের সৎমা ও ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ভিকটিমের সৎভাই সিয়াম হাওলাদারসহ অপর আসামিরা অতর্কিতভাবে হামলা করে। হামলার এক পর্যায়ে আসামিরা লাঠি ও ঘরের দরজার ডাসা দিয়ে জহিরুলের মাথা ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর জখম করে আসামিরা পালিয়ে যায়। পরে ১৯ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরপর নিহত জহিরুলের বোন মোসা. সালমা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ওই হত্যাকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্তার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।