ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ভুমিকম্পের আগাম তথ্য পাওয়া যাবে উদ্বোধন হওয়া ডপলার রাডারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে – পরিবেশ উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ভারত-পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে : ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পারিবারিক অনুষ্ঠানে গেলেন বেগম খালেদা জিয়া প্রায় ৫২ মিলিয়ন মানুষ বাংলাদেশে বন্যার ঝুঁকির মধ্যে থাকবে : পরিবেশ উপদেষ্টা রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না : মির্জা ফখরুল লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, যুবক আটক

কাপড়ের ব্যবসায় নামলেন আরিয়ান

Reporter Name
  • Update Time : ০৫:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ৩৪৫ Time View

এবার কাপড়ের ব্যবসায় নামলেন শাহরুখপুত্র আরিয়ান। যার নাম রাখা হয়েছে ‘ডি-ইয়াভল’। পুত্রের নতুন ব্যবসার প্রচারে নেমেছেন কিং খান নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা প্রোমোতে দেখা মিলেছে বলিউড বাদশার।

ইনস্টাগ্রামে আরিয়ানের শেয়ার করা বিজ্ঞাপনের টিজারে দেখা যায়, ব্ল্যাকবোর্ডে শাহরুখ খান ‘টাইমলেস’ কথাটা কেটে দিচ্ছেন। এরপর হাত থেকে একটি রং মাখানো ব্রাশ পড়ে যায় মেঝেতে। যা তুলে নেন কিং খান। তারপর সামনে আসে তার মুখের কিছু অংশ। আর ফুটে ওঠে ‘পুরো ভিডিও আসবে ‘ডি-ইয়াভল’-এ। বাকি মাত্র ২৪ ঘণ্টা।’

ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘ABCDEFGHIJKLMNOPQRSTUVW_YZ, X আসবে ২৪ ঘণ্টার ভিতরে। এক্সক্লুসিভ কনটেন্ট পেতে ফলো করুন ‘ডি-ইয়াভল’।’ অর্থাৎ শাহরুখকে নিয়ে পুরো বিজ্ঞাপনটি দেখা যাবে আজ মঙ্গলবার (২৫ এপ্রিল)। আরিয়ান খান ব্র্যান্ডটির সহ-মালিক। তিনি লেটি ব্লাগোয়েভা এবং বান্টি সিং-এর সঙ্গে এই ব্যবসার অংশীদারিত্ব করেছেন, যাদের সঙ্গে তিনি ইতিমধ্যেই একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করেছেন।

গত ২০২১ সালে মাদক মামলায় নাম জড়ায় আরিয়ান খানের। সেই সময় ১ মাসের মতো হাজতবাসও হয় তার। যদিও পরে মাদক মামলা থেকে রেহাই পান তিনি। যথাযথ প্রমাণের অভাবে তাকে বেকসুর খালাস ঘোষণা করে এনসিবি। সেই সময় নিজেকে গৃহবন্দি করে নিয়েছিলেন তিনি। তবে সেই ধাক্কা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরিয়ান।

 

Please Share This Post in Your Social Media

কাপড়ের ব্যবসায় নামলেন আরিয়ান

Reporter Name
Update Time : ০৫:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

এবার কাপড়ের ব্যবসায় নামলেন শাহরুখপুত্র আরিয়ান। যার নাম রাখা হয়েছে ‘ডি-ইয়াভল’। পুত্রের নতুন ব্যবসার প্রচারে নেমেছেন কিং খান নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা প্রোমোতে দেখা মিলেছে বলিউড বাদশার।

ইনস্টাগ্রামে আরিয়ানের শেয়ার করা বিজ্ঞাপনের টিজারে দেখা যায়, ব্ল্যাকবোর্ডে শাহরুখ খান ‘টাইমলেস’ কথাটা কেটে দিচ্ছেন। এরপর হাত থেকে একটি রং মাখানো ব্রাশ পড়ে যায় মেঝেতে। যা তুলে নেন কিং খান। তারপর সামনে আসে তার মুখের কিছু অংশ। আর ফুটে ওঠে ‘পুরো ভিডিও আসবে ‘ডি-ইয়াভল’-এ। বাকি মাত্র ২৪ ঘণ্টা।’

ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘ABCDEFGHIJKLMNOPQRSTUVW_YZ, X আসবে ২৪ ঘণ্টার ভিতরে। এক্সক্লুসিভ কনটেন্ট পেতে ফলো করুন ‘ডি-ইয়াভল’।’ অর্থাৎ শাহরুখকে নিয়ে পুরো বিজ্ঞাপনটি দেখা যাবে আজ মঙ্গলবার (২৫ এপ্রিল)। আরিয়ান খান ব্র্যান্ডটির সহ-মালিক। তিনি লেটি ব্লাগোয়েভা এবং বান্টি সিং-এর সঙ্গে এই ব্যবসার অংশীদারিত্ব করেছেন, যাদের সঙ্গে তিনি ইতিমধ্যেই একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করেছেন।

গত ২০২১ সালে মাদক মামলায় নাম জড়ায় আরিয়ান খানের। সেই সময় ১ মাসের মতো হাজতবাসও হয় তার। যদিও পরে মাদক মামলা থেকে রেহাই পান তিনি। যথাযথ প্রমাণের অভাবে তাকে বেকসুর খালাস ঘোষণা করে এনসিবি। সেই সময় নিজেকে গৃহবন্দি করে নিয়েছিলেন তিনি। তবে সেই ধাক্কা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরিয়ান।