ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রায় ছিড়ে ফেলার ঘটনায় নিজেকে বাঁচাতে উল্টো ম্যাজিস্ট্রেটকে পুলিশে সোপর্দের হুমকি জজের নির্বাচনের দিনক্ষণ ঠিক না হওয়ায় জনমনে প্রশ্ন উঁকি দিচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে ভেঙে পড়ে: প্রধান বিচারপতি মৌসুমের সেরা ফুটবলারের তালিকায় মেসি চীনের সঙ্গে কাজে কী ঝুঁকি- বাংলাদেশকে বোঝাবে যুক্তরাষ্ট্র নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান কক্সবাজার বিমানবন্দর হারাল ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি খতিব নিখোঁজের ঘটনায় টঙ্গীতে ইসকন বিরোধী বিক্ষোভ মাত্র ১৮ লাখ টাকায় ভাঙারির কাছে বিক্রি ‘মিনিস্টার বাড়ি’

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৪:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ২৩৮ Time View

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করা হয়েছে। তিনি এই সিদ্ধান্তের কারণ হিসেবে একটি টিভি বিজ্ঞাপনের কথা উল্লেখ করেছেন।

এই বিজ্ঞাপনে দেখানো হয়েছে, প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশন সম্প্রতি জানিয়েছে, কানাডা প্রতারণামূলকভাবে একটি বিজ্ঞাপন ব্যবহার করেছে, যা মিথ্যা।’

বছরের শুরুতেই ট্রাম্প কানাডিয়ান স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর শুল্ক আরোপ করেন। জবাবে অটোয়াও পাল্টা পদক্ষেপ নেয়। কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষ স্টিল ও অ্যালুমিনিয়ামের খাতে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছিল।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘অশোভন আচরণের কারণে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করা হলো।’

কানাডা সরকার এই বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।

ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ককে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ হিসেবে ব্যবহার করে আসছেন। তার বাণিজ্যযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের শুল্ক এমন স্তরে পৌঁছেছে, যা ১৯৩০-এর দশকের পর থেকে সর্বোচ্চ।

তিনি নিয়মিত আরও শুল্ক আরোপের হুমকি দিয়ে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, যদি ওয়াশিংটনের সঙ্গে বিভিন্ন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হয়, তাহলে কানাডা তাদের বাজারে যুক্তরাষ্ট্রকে অন্যায়ভাবে প্রবেশ করতে দেবে না।

Please Share This Post in Your Social Media

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৪:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করা হয়েছে। তিনি এই সিদ্ধান্তের কারণ হিসেবে একটি টিভি বিজ্ঞাপনের কথা উল্লেখ করেছেন।

এই বিজ্ঞাপনে দেখানো হয়েছে, প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশন সম্প্রতি জানিয়েছে, কানাডা প্রতারণামূলকভাবে একটি বিজ্ঞাপন ব্যবহার করেছে, যা মিথ্যা।’

বছরের শুরুতেই ট্রাম্প কানাডিয়ান স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর শুল্ক আরোপ করেন। জবাবে অটোয়াও পাল্টা পদক্ষেপ নেয়। কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষ স্টিল ও অ্যালুমিনিয়ামের খাতে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছিল।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘অশোভন আচরণের কারণে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করা হলো।’

কানাডা সরকার এই বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।

ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ককে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ হিসেবে ব্যবহার করে আসছেন। তার বাণিজ্যযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের শুল্ক এমন স্তরে পৌঁছেছে, যা ১৯৩০-এর দশকের পর থেকে সর্বোচ্চ।

তিনি নিয়মিত আরও শুল্ক আরোপের হুমকি দিয়ে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, যদি ওয়াশিংটনের সঙ্গে বিভিন্ন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হয়, তাহলে কানাডা তাদের বাজারে যুক্তরাষ্ট্রকে অন্যায়ভাবে প্রবেশ করতে দেবে না।