কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে তিনবার ধন্যবাদ জানালেন তাপস

- Update Time : ০৯:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ১৩৯ Time View
রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তাপস বিচারকের উদ্দেশে ধন্যবাদ জানাতে থাকেন। পরে লিফটে নামার জন্য জোরাজুরি করতে দেখা যায় তাকে।
এদিন সকাল পৌনে ১১টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরা অবস্থায় তাপসকে হাজতখানা থেকে আদালতে আনা হয়। এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দোতলায় নিয়ে যাওয়া হয় এবং হেলমেট খুলে কাঠগড়ায় তোলা হয়।
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয় সকাল ১০টা ৫২ মিনিটে। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুস সালাম বলেন, ‘তদন্তে তার নাম এসেছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ‘গান বাংলার তাপস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ জরুরি।’
শুনানি শেষে বেলা ১০টা ৫৫ মিনিটে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তাপস বিরক্তির সুরে তিনবার বলেন, ‘ধন্যবাদ’। এরপর হেলমেট পরিয়ে পুলিশ সদস্যরা তাকে বারান্দায় বের করেন। তখন লিফটে নামার জন্য জোরাজুরি করেন তাপস। তবে পুলিশ সদস্যরা জানান, সেখান থেকে লিফটের ব্যবস্থা নেই। পরে হাঁটিয়ে আবার হাজতখানায় নেওয়া হয় তাকে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন জব্বার আলী।