কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম: মাহি
- Update Time : ০৮:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ২৩৫ Time View
সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের অনুষ্ঠানে অংশ নিয়ে খোলামেলা পোশাকে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। তার পারফরম্যান্সের কিছু অংশ কেটে নেওয়া ক্লিপ ঘিরে তৈরি হয় বিতর্ক।
এই প্রসঙ্গে মাহি বলেন, ‘ইভেন্টে আমি প্রায় এক ঘণ্টা পারফর্ম করেছি। পুরো পারফরম্যান্সের অনেকগুলো সুন্দর অংশ ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে কিছু দৃশ্য জুম করে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেটা খুবই অশোভন এবং উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়েছে আমার কাছে।’
তিনি আরও বলেন, ‘অনেকেই মনে করছেন আমি নাচের পোশাকের নিচে কিছু পরিনি। কিন্তু আসলে আমি পোশাকের নিচে আরও দুটি জামা পরেছিলাম। যেহেতু পোশাকটি ছিল একদম বডি ফিটিং, তাই হয়তো এমনটা মনে হয়েছে।’
অভিনেত্রী কিছুটা আক্ষেপের সুরে বলেন, ‘আমাদের তো নিজস্ব কোনো কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট থাকে না। পারফরম্যান্সের একদিন আগে এই পোশাকটি হাতে পেয়েছিলাম। পরিবর্তনের কোনো সুযোগও ছিল না।’































































































































































































