কলাপাড়ায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা।

- Update Time : ০৫:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ৫০৬ Time View
নবাগত জেলা প্রশাসকের সাথে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: নূর কুতুবুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভিন সীমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, সৈয়দ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আল, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ,কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির।
সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন।