ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কর্মীদের উদ্দেশে শিবির সেক্রেটারির জরুরি বার্তা

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৬:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬ Time View

সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে নিজেদের কর্মীদের সতর্ক করে জরুরি বার্তা দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এ বার্তা দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন। আমরা আমাদের সব দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই। ছাত্র-জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ও ফ্যাসিবাদের নির্মূল। তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে। মহান আল্লাহ আমাদের ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তাওফিক দান করুন। আমিন।

চলমান রাজনৈতিক ইস্যুতে নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনুষ্ঠানে কথা বলছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

কর্মীদের উদ্দেশে শিবির সেক্রেটারির জরুরি বার্তা

নওরোজ ডেস্ক
Update Time : ০৬:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে নিজেদের কর্মীদের সতর্ক করে জরুরি বার্তা দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এ বার্তা দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন। আমরা আমাদের সব দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই। ছাত্র-জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ও ফ্যাসিবাদের নির্মূল। তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে। মহান আল্লাহ আমাদের ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তাওফিক দান করুন। আমিন।

চলমান রাজনৈতিক ইস্যুতে নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনুষ্ঠানে কথা বলছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

নওরোজ/এসএইচ