ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যার দায়ে মামার মৃত্যুদন্ড থমথমে রংপুর: কোটাবিরোধী শিক্ষার্থীদের দখলে রাজপথ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত ঘোষণা সিলেট শাবি’র হলে হলে আন্দোলকারীদের তল্লাশী, অস্ত্র উদ্ধার,ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২ কোটাবিরোধী আন্দোলন: নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা ও আগুন লাগার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে – আর‌পিএম‌পি ক‌মিশনার কোটা সংস্কার আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন আমার ভাই মরলো কেন! প্রশাসন জবাব চাই’ শ্লোগানে উত্তাল গাইবান্ধা

কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার

আরিফুল হক নভেল
  • Update Time : ০৮:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • / ৯১ Time View
কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের অন্যতম ২ জন সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা মেট্রো উত্তর।
গত ২৯ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ১২.১০ ঘটিকায় ফেনী সদর থানাধীন খেজুরিয়াস্থ ভাড়া বাসা থেকে আসামী ১। কাজী মোঃ ইউছুফ এবং ২। মোঃ মানিক মোল্লাকে গ্রেফতার করা হয়।
কয়েন ব্যবসার কথা বলে বাদীর নিকট থেকে প্রতারণা করে ৩ কোটি ৮০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে জড়িত আসামী ১। কাজী মোঃ ইউছুফ (৪৬), পিতা—মৃত ইসমাইল, মাতা— রজ্জবের নেছা, সাং—দত্তসার, ৬নং ওয়ার্ড, থানা—চৌদ্দগ্রাম, জেলা— কুমিল্লা, এ/পি— সাং—খেজুরিয়া, (নিরবের বাড়ী নিচ তলার ফ্ল্যাট),হাজী বাদশা মিয়া সড়ক, ১২ নং ওয়ার্ড, থানা—ফেনী সদর, জেলা—ফেনী কে গত ২৯/০৪/২০২৪ খ্রিঃ দুপুর ১২.১০ ঘটিকায় ফেনী সদর থানাধীন খেজুরিয়াস্থ আসামীর ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। পরবতীর্তে তার দেওয়া তথ্য মোতাবেক অপর সহযোগী আসামী ২। মোঃ মানিক মোল্লা (৬৬) পিতা—মৃত ইমান আলী মোল্লা, মাতা—মৃত ফুলবানু, সাং—চর বাকিলা, ৭নং ওয়ার্ড, থানা— চাঁদপুর সদর, জেলা—চাঁদপুর কে তার নিজ বাসা থেকে গত ২৯ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাত ০৮.৪৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
ঘটনার তদন্তে জানা যায়, মামলার বাদী মোঃ রফিকুল ইসলাম এবং ৫নং এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামী কাজী মোঃ ইউছুফ পূর্ব পরিচিত। ২০১৫ সাল থেকে পরিচয়ের সূত্র ধরে আসামী কাজী মোঃ ইউছুফ বাদীকে জানান যে, ৩০ (ত্রিশ) লক্ষ টাকা ইনভেস্ট করলে ২ দিনের মধ্যে ১০০ (একশত) কোটি টাকা পাওয়া যাবে। পরবতীর্তে কাজী মোঃ ইউছুফ এবং এজাহার নামীয় পলাতক ২নং আসামী গোলাম মাওলা (৫০) বাদীকে সিলেটে হযরত শাহ জালাল (রাহ:) ও হযরত শাহ পরান (রাহ:) এর মাজারে নিয়ে ব্যবসার কথা কাউকে না বলার শপথ করান। পরবতীর্তে এজাহারনামীয় অন্যান্য আসামীগণ বাদীকে নিয়ে বিভিন্ন জায়গায় ধাপে ধাপে মিটিং করেন। মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক কয়েন দেখানোর জন্য বাদীকে গ্রেফতারকৃত আসামী মোঃ মানিক মোল্লার বাসা চাঁদপুরে নিয়ে যান।
আসামী মোঃ মানিক মোল্লার বাসায় আসামী গোলাম মাওলা, শামীম, বারি, ইউসুফ সহ অজ্ঞাত কয়েকজন মিলে কয়েনটি বিভিন্ন বৈদ্যুতিক আলোতে পরীক্ষা করে দেখান। বাদী দেখার পরে ঢাকা চলে আসেন। তখন গ্রেফতারকৃত আসামী মানিক এবং পলাতক আসামী গোলাম মাওলা,বারি, শামিম সহ আরো কয়েক জনের উপস্থিতিতে বাদী প্রথমে নগদ ১০ লক্ষ টাকা গ্রেফতারকৃত আসামী মোঃ মানিককে প্রদান করেন। পরবতীর্তে গ্রেফতারকৃত আসামী মোঃ মানিক মোল্লা কয়েনের প্রকৃত মালিক হওয়ায় নন জুডিসিয়াল ৪০০ টাকার স্ট্যাম্পে কয়েনের প্রতিনিধি হিসেবে বাদীর সাথে চুক্তি করেন। টাকা লেনদেনের সময় আসামী বারি, গোলাম মাওলা, শামীম,আঃ রহমান উপস্থিত ছিলেন। তারপর আসামী কাজী মোঃ ইউছুফ এবং মোঃ মানিক মোল্লা ও গোলাম মাওলা বাদীকে জানান যে কয়েনটি ঢাকা ডিপ্লোমেটিক জোনে উঠাতে হবে। এই বলে আসামীগণ বাদীর নিকট আরো ৫ কোটি টাকা দাবি করেন। তখন বাদী এবং আসামীদের মধ্যে দর কষাকষি হয়। দর কষাকষির এক পর্যায়ে ১ কোটি ৫০ লক্ষ টাকা নির্ধারণ হয়। বাদী পর্যায়ক্রমে আসামী বারি, শামীমদের উপস্থিতিতে গোলাম মাওলাকে ৩০+২৫=৫৫ লক্ষ টাকা প্রদান করেন। এর পর বাদী সহ আসামী কাজী মোঃ ইউছুফ কয়েন আনার জন্য চাঁদপুর যান। চাঁদপুরে বাদী পৌছার আগেই আসামীগণ কয়েন নিয়ে চাঁদপুর শহরে একটি আবাসিক হোটেলে অবস্থান করেন। সেখানে কয়েনের সাজানো মালিক ধৃত আসামী মোঃ মানিক মোল্লাসহ অন্যান্য আসামীদের নগদ ৪৯ লক্ষ টাকা প্রদান করেন এবং বাদী ও আসামীগণ লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। ঢাকার সদরঘাট পৌঁছা মাত্রই সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাদীকে ও আসামী ইউসুফকে একটি গাড়িতে উঠিয়ে নেয়। অন্যান্য আসামীদের অন্য একটি গাড়িতে উঠায়। সাদা পোশাক পরিহিত লোকজন কয়েনটি তাদের হেফাজতে নিয়ে ২/৩ ঘন্টা পর বাদী এবং আসামী ইউসুফকে ছেড়ে দেন। পরবতীর্তে আসামী গোলাম মাওলার বন্ধু এজাহার নামীয় আসামী শাখাওয়াত হোসেন, এজাহার নামীয় ১১নং আসামীসহ বাদীর কাছে উপস্থিত হয়। আসামী সাখাওয়াত কয়েনটি ফিরিয়ে দিবেন বলে বাদীকে আশ^স্থ করেন। পরবর্তীতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামী সাখাওয়াত বাদীর নিকট থেকে ২ কোটি ২৩ লক্ষ টাকা গ্রহণ করেন এবং আসামী লিটন বাদীর নিকট থেকে ৮০ লক্ষ টাকা গ্রহণ করেন।
বাদী গত ২৫/০৩/২০২৪ খ্রিঃ তারিখে ঢাকা আন্তঃ বিমানবন্দর থানাতে ১৩ (তেরো) জন আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং— ৩২, তাং— ২৫/০৩/২০২৪ খ্রিঃ ধারা—৪০৬/৪২০/৫০৬/৩৪ পেনাল কোড। ঢাকা আন্তঃ বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মামলাটি রুজু করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) বরাবর প্রেরণ করেন। মামলাটি পিবিআই এর সিডিউল ভুক্ত হওয়ায়, পিবিআই, ঢাকা মেট্রো (উত্তর) তদন্তভার গ্রহণ করে। পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি, জনাব মোঃ জাহাঙ্গীর আলম, বিপিএম—সেবা মহোদয় মামলাটির তদন্তভার এসআই (নিঃ) মোঃ সিরাজ উদ্দিন এর উপর অর্পণ করেন।
অ্যাডিশনাল আইজিপি, পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিক—নিদের্শনায় এবং পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ জাহাঙ্গীর আলম, বিপিএম—সেবা মহোদয়ের নিবিড় তদারকিতে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর এসআই(নিঃ)/মোঃ সিরাজ উদ্দিন, এএসআই(নিঃ)/ ছিদ্দিকুর রহমান এবং কং/১৫০৬ মোঃ জহিরুল ইসলামদের সমন্বয়ে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর একটি বিশেষ টিম কতৃর্ক ঘটনার মূলহোতা এজাহারনামীয় ৫নং আসামী কাজী মোঃ ইউছুফ (৪৬) কে গত ২৯/০৪/২০২৪ খ্রিঃ ১২.১০ ঘটিকার সময় ফেনী সদর থানাধীন খেজুরিয়াস্থ আসামীর ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।
পরবতীর্তে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী অপর এজাহার নামীয় ৬নং আসামী মোঃ মানিক মোল্লা (৬৬) কে তার চাঁদপুরের নিজ বাসা থেকে গত ২৯/০৪/২০২৪ খ্রিঃ ২০.৪৫ ঘটিকার  গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীদ্বয়কে ১০(দশ) দিনের রিমান্ড আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের ০৩ (তিন) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ রিমান্ডে আসামীদ্বয় ঘটনার সত্যতা স্বীকার করে।

Please Share This Post in Your Social Media

কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার

আরিফুল হক নভেল
Update Time : ০৮:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের অন্যতম ২ জন সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা মেট্রো উত্তর।
গত ২৯ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ১২.১০ ঘটিকায় ফেনী সদর থানাধীন খেজুরিয়াস্থ ভাড়া বাসা থেকে আসামী ১। কাজী মোঃ ইউছুফ এবং ২। মোঃ মানিক মোল্লাকে গ্রেফতার করা হয়।
কয়েন ব্যবসার কথা বলে বাদীর নিকট থেকে প্রতারণা করে ৩ কোটি ৮০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে জড়িত আসামী ১। কাজী মোঃ ইউছুফ (৪৬), পিতা—মৃত ইসমাইল, মাতা— রজ্জবের নেছা, সাং—দত্তসার, ৬নং ওয়ার্ড, থানা—চৌদ্দগ্রাম, জেলা— কুমিল্লা, এ/পি— সাং—খেজুরিয়া, (নিরবের বাড়ী নিচ তলার ফ্ল্যাট),হাজী বাদশা মিয়া সড়ক, ১২ নং ওয়ার্ড, থানা—ফেনী সদর, জেলা—ফেনী কে গত ২৯/০৪/২০২৪ খ্রিঃ দুপুর ১২.১০ ঘটিকায় ফেনী সদর থানাধীন খেজুরিয়াস্থ আসামীর ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। পরবতীর্তে তার দেওয়া তথ্য মোতাবেক অপর সহযোগী আসামী ২। মোঃ মানিক মোল্লা (৬৬) পিতা—মৃত ইমান আলী মোল্লা, মাতা—মৃত ফুলবানু, সাং—চর বাকিলা, ৭নং ওয়ার্ড, থানা— চাঁদপুর সদর, জেলা—চাঁদপুর কে তার নিজ বাসা থেকে গত ২৯ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাত ০৮.৪৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
ঘটনার তদন্তে জানা যায়, মামলার বাদী মোঃ রফিকুল ইসলাম এবং ৫নং এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামী কাজী মোঃ ইউছুফ পূর্ব পরিচিত। ২০১৫ সাল থেকে পরিচয়ের সূত্র ধরে আসামী কাজী মোঃ ইউছুফ বাদীকে জানান যে, ৩০ (ত্রিশ) লক্ষ টাকা ইনভেস্ট করলে ২ দিনের মধ্যে ১০০ (একশত) কোটি টাকা পাওয়া যাবে। পরবতীর্তে কাজী মোঃ ইউছুফ এবং এজাহার নামীয় পলাতক ২নং আসামী গোলাম মাওলা (৫০) বাদীকে সিলেটে হযরত শাহ জালাল (রাহ:) ও হযরত শাহ পরান (রাহ:) এর মাজারে নিয়ে ব্যবসার কথা কাউকে না বলার শপথ করান। পরবতীর্তে এজাহারনামীয় অন্যান্য আসামীগণ বাদীকে নিয়ে বিভিন্ন জায়গায় ধাপে ধাপে মিটিং করেন। মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক কয়েন দেখানোর জন্য বাদীকে গ্রেফতারকৃত আসামী মোঃ মানিক মোল্লার বাসা চাঁদপুরে নিয়ে যান।
আসামী মোঃ মানিক মোল্লার বাসায় আসামী গোলাম মাওলা, শামীম, বারি, ইউসুফ সহ অজ্ঞাত কয়েকজন মিলে কয়েনটি বিভিন্ন বৈদ্যুতিক আলোতে পরীক্ষা করে দেখান। বাদী দেখার পরে ঢাকা চলে আসেন। তখন গ্রেফতারকৃত আসামী মানিক এবং পলাতক আসামী গোলাম মাওলা,বারি, শামিম সহ আরো কয়েক জনের উপস্থিতিতে বাদী প্রথমে নগদ ১০ লক্ষ টাকা গ্রেফতারকৃত আসামী মোঃ মানিককে প্রদান করেন। পরবতীর্তে গ্রেফতারকৃত আসামী মোঃ মানিক মোল্লা কয়েনের প্রকৃত মালিক হওয়ায় নন জুডিসিয়াল ৪০০ টাকার স্ট্যাম্পে কয়েনের প্রতিনিধি হিসেবে বাদীর সাথে চুক্তি করেন। টাকা লেনদেনের সময় আসামী বারি, গোলাম মাওলা, শামীম,আঃ রহমান উপস্থিত ছিলেন। তারপর আসামী কাজী মোঃ ইউছুফ এবং মোঃ মানিক মোল্লা ও গোলাম মাওলা বাদীকে জানান যে কয়েনটি ঢাকা ডিপ্লোমেটিক জোনে উঠাতে হবে। এই বলে আসামীগণ বাদীর নিকট আরো ৫ কোটি টাকা দাবি করেন। তখন বাদী এবং আসামীদের মধ্যে দর কষাকষি হয়। দর কষাকষির এক পর্যায়ে ১ কোটি ৫০ লক্ষ টাকা নির্ধারণ হয়। বাদী পর্যায়ক্রমে আসামী বারি, শামীমদের উপস্থিতিতে গোলাম মাওলাকে ৩০+২৫=৫৫ লক্ষ টাকা প্রদান করেন। এর পর বাদী সহ আসামী কাজী মোঃ ইউছুফ কয়েন আনার জন্য চাঁদপুর যান। চাঁদপুরে বাদী পৌছার আগেই আসামীগণ কয়েন নিয়ে চাঁদপুর শহরে একটি আবাসিক হোটেলে অবস্থান করেন। সেখানে কয়েনের সাজানো মালিক ধৃত আসামী মোঃ মানিক মোল্লাসহ অন্যান্য আসামীদের নগদ ৪৯ লক্ষ টাকা প্রদান করেন এবং বাদী ও আসামীগণ লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। ঢাকার সদরঘাট পৌঁছা মাত্রই সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাদীকে ও আসামী ইউসুফকে একটি গাড়িতে উঠিয়ে নেয়। অন্যান্য আসামীদের অন্য একটি গাড়িতে উঠায়। সাদা পোশাক পরিহিত লোকজন কয়েনটি তাদের হেফাজতে নিয়ে ২/৩ ঘন্টা পর বাদী এবং আসামী ইউসুফকে ছেড়ে দেন। পরবতীর্তে আসামী গোলাম মাওলার বন্ধু এজাহার নামীয় আসামী শাখাওয়াত হোসেন, এজাহার নামীয় ১১নং আসামীসহ বাদীর কাছে উপস্থিত হয়। আসামী সাখাওয়াত কয়েনটি ফিরিয়ে দিবেন বলে বাদীকে আশ^স্থ করেন। পরবর্তীতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামী সাখাওয়াত বাদীর নিকট থেকে ২ কোটি ২৩ লক্ষ টাকা গ্রহণ করেন এবং আসামী লিটন বাদীর নিকট থেকে ৮০ লক্ষ টাকা গ্রহণ করেন।
বাদী গত ২৫/০৩/২০২৪ খ্রিঃ তারিখে ঢাকা আন্তঃ বিমানবন্দর থানাতে ১৩ (তেরো) জন আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং— ৩২, তাং— ২৫/০৩/২০২৪ খ্রিঃ ধারা—৪০৬/৪২০/৫০৬/৩৪ পেনাল কোড। ঢাকা আন্তঃ বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মামলাটি রুজু করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) বরাবর প্রেরণ করেন। মামলাটি পিবিআই এর সিডিউল ভুক্ত হওয়ায়, পিবিআই, ঢাকা মেট্রো (উত্তর) তদন্তভার গ্রহণ করে। পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি, জনাব মোঃ জাহাঙ্গীর আলম, বিপিএম—সেবা মহোদয় মামলাটির তদন্তভার এসআই (নিঃ) মোঃ সিরাজ উদ্দিন এর উপর অর্পণ করেন।
অ্যাডিশনাল আইজিপি, পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিক—নিদের্শনায় এবং পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ জাহাঙ্গীর আলম, বিপিএম—সেবা মহোদয়ের নিবিড় তদারকিতে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর এসআই(নিঃ)/মোঃ সিরাজ উদ্দিন, এএসআই(নিঃ)/ ছিদ্দিকুর রহমান এবং কং/১৫০৬ মোঃ জহিরুল ইসলামদের সমন্বয়ে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর একটি বিশেষ টিম কতৃর্ক ঘটনার মূলহোতা এজাহারনামীয় ৫নং আসামী কাজী মোঃ ইউছুফ (৪৬) কে গত ২৯/০৪/২০২৪ খ্রিঃ ১২.১০ ঘটিকার সময় ফেনী সদর থানাধীন খেজুরিয়াস্থ আসামীর ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।
পরবতীর্তে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী অপর এজাহার নামীয় ৬নং আসামী মোঃ মানিক মোল্লা (৬৬) কে তার চাঁদপুরের নিজ বাসা থেকে গত ২৯/০৪/২০২৪ খ্রিঃ ২০.৪৫ ঘটিকার  গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীদ্বয়কে ১০(দশ) দিনের রিমান্ড আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের ০৩ (তিন) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ রিমান্ডে আসামীদ্বয় ঘটনার সত্যতা স্বীকার করে।