ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সালাউদ্দীন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীদাতা সিরু বাঙালির ফাঁসির দাবি উন্নয়ন বৈষম্যের গ্যাঁড়াকলে রংপুর: একনেক থেকে বাদ পড়লো উন্নয়ন প্রকল্প আ’লীগ নেতা তুষার কান্তির ৭দিনের রিমান্ড মঞ্জুর সিলেট ওসমানী মেডিকেলের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান বসুন্ধরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে পুনর্বহালে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা এক দফা দাবীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিভি হাসপাতালের নার্স ও মিডওয়াইফারিরা মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করতে বললেন নাহিদ

কম্বোডিয়ার একটি স্কুলে মিলল হাজারো অবিস্ফোরিত গোলাবারুদ

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৫:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • / ১০১ Time View

কম্বোডিয়ায় একটি স্কুল থেকে হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ আবিষ্কৃত হয়েছে। গোলাবারুদ উদ্ধারের পর সাময়িকভাবে স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

কম্বোডিয়ায় নৃশংস গৃহযুদ্ধের অবসানের ৪৮ বছর পরও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মাইন স্থাপন করা দেশগুলোর একটি হিসেবে রয়ে গেছে। গৃহযুদ্ধের সময় ক্রাটি প্রদেশের কুইন কোসোমাক উচ্চ বিদ্যালয়টি একটি সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করা হতো। সেখানেই হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ উদ্ধার হয়।

প্রকাশিত ছবিতে বিপুল পরিমাণ মরিচা-ধরা বিস্ফোরক সুন্দরভাবে সারিবদ্ধভাবে রাখা অবস্থায় দেখা যায়। উদ্ধারকৃত এসব বিস্ফোরকের মধ্যে গ্রেনেড এবং অ্যান্টি-ট্যাংক লঞ্চারও রয়েছে। কম্বোডিয়ার মাইন অ্যাকশন সেন্টারের মহাপরিচালক হেং রাতানা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিন দিনে মোট ২ হাজারের বেশি অস্ত্র আবিষ্কৃত হয়েছে।

তিনি বলেছেন, বাগান আরো বড় করার জন্য মাঠটি পরিষ্কার করা হচ্ছিল। তখনই অস্ত্রগুলো পাওয়া যায়। পুরো স্কুলটি আরো পরিষ্কার করলে সম্ভবত আরো অস্ত্র পাওয়া যাবে। হেং রাতানা বলেন, ‘এটি শিক্ষার্থীদের জন্য দুর্ভাগ্যের বিষয়। যদি কেউ মাটি খুঁড়ে এবং এই বিস্ফোরক ডিভাইসগুলোতে আঘাত করে তবে এগুলোর বিস্ফোরণ ঘটানো সহজ।’ পরিচ্ছন্নতা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে।

এই কাজ শেষ করতে দুই দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। কম্বোডিয়ায় আট বছর ধরে গৃহযুদ্ধ চলেছিল। ১৯৭৫ সালে শেষ হয় সেই গৃহযুদ্ধ। তবে গৃহযুদ্ধ শেষ হলেও যুদ্ধ সংক্রান্ত নানা বিষয়ে দেশটি পরবর্তী সময়ে বেশ ভুগেছে।

দ্য হ্যালো ট্রাস্টের তথ্য অনুসারে, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ল্যান্ডমাইনগুলোর কারণে ১৯৭৯ সাল থেকে কম্বোডিয়ায় ৬৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া একই সময়ে মাইনের আঘাতে দেশটিতে ২৫ হাজার মানুষের অঙ্গচ্ছেদের ঘটনা রেকর্ড করা হয়েছে। সূত্র : বিবিসি

 

Please Share This Post in Your Social Media

কম্বোডিয়ার একটি স্কুলে মিলল হাজারো অবিস্ফোরিত গোলাবারুদ

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৫:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩

কম্বোডিয়ায় একটি স্কুল থেকে হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ আবিষ্কৃত হয়েছে। গোলাবারুদ উদ্ধারের পর সাময়িকভাবে স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

কম্বোডিয়ায় নৃশংস গৃহযুদ্ধের অবসানের ৪৮ বছর পরও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মাইন স্থাপন করা দেশগুলোর একটি হিসেবে রয়ে গেছে। গৃহযুদ্ধের সময় ক্রাটি প্রদেশের কুইন কোসোমাক উচ্চ বিদ্যালয়টি একটি সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করা হতো। সেখানেই হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ উদ্ধার হয়।

প্রকাশিত ছবিতে বিপুল পরিমাণ মরিচা-ধরা বিস্ফোরক সুন্দরভাবে সারিবদ্ধভাবে রাখা অবস্থায় দেখা যায়। উদ্ধারকৃত এসব বিস্ফোরকের মধ্যে গ্রেনেড এবং অ্যান্টি-ট্যাংক লঞ্চারও রয়েছে। কম্বোডিয়ার মাইন অ্যাকশন সেন্টারের মহাপরিচালক হেং রাতানা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিন দিনে মোট ২ হাজারের বেশি অস্ত্র আবিষ্কৃত হয়েছে।

তিনি বলেছেন, বাগান আরো বড় করার জন্য মাঠটি পরিষ্কার করা হচ্ছিল। তখনই অস্ত্রগুলো পাওয়া যায়। পুরো স্কুলটি আরো পরিষ্কার করলে সম্ভবত আরো অস্ত্র পাওয়া যাবে। হেং রাতানা বলেন, ‘এটি শিক্ষার্থীদের জন্য দুর্ভাগ্যের বিষয়। যদি কেউ মাটি খুঁড়ে এবং এই বিস্ফোরক ডিভাইসগুলোতে আঘাত করে তবে এগুলোর বিস্ফোরণ ঘটানো সহজ।’ পরিচ্ছন্নতা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে।

এই কাজ শেষ করতে দুই দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। কম্বোডিয়ায় আট বছর ধরে গৃহযুদ্ধ চলেছিল। ১৯৭৫ সালে শেষ হয় সেই গৃহযুদ্ধ। তবে গৃহযুদ্ধ শেষ হলেও যুদ্ধ সংক্রান্ত নানা বিষয়ে দেশটি পরবর্তী সময়ে বেশ ভুগেছে।

দ্য হ্যালো ট্রাস্টের তথ্য অনুসারে, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ল্যান্ডমাইনগুলোর কারণে ১৯৭৯ সাল থেকে কম্বোডিয়ায় ৬৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া একই সময়ে মাইনের আঘাতে দেশটিতে ২৫ হাজার মানুষের অঙ্গচ্ছেদের ঘটনা রেকর্ড করা হয়েছে। সূত্র : বিবিসি