কবে মুক্তি পাচ্ছে শাহরুখ কন্যার সিনেমা?

- Update Time : ০৬:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১৮৪ Time View
‘দ্য আর্চিজ’ দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে এক ঝাঁক স্টার কিডের। সিনেমাটি কবে আসবে তা নিয়ে তাই কৌতূহলও বেশি। অবশেষে জানা গেল ছবিটির মুক্তির তারিখ। শাহরুখ খানের কন্যা সুহানা, শ্রীদেবীর কন্যা খুশি কাপুর আর অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দের এই ছবিতে মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। নেটফ্লিক্সে আসছে এই ছবি।
ছবির প্রচারণায় প্রতিবারই দেখা গেছে অভিনব কৌশল। মুক্তির তারিখ ঘোষণার ক্ষেত্রেও তাই। সুহানা ও নেটফ্লিক্স ইন্ডিয়া একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে সুহানা, খুশি কাপুর, যুবরাজ মেন্ডা, মিহির আহুজা, অদিতি সেইগল, অগস্ত্য নন্দ ও বেদাঙ্গ রাইনা মুম্বাইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের বিলবোর্ডের সামনে পোজ দিতে দেখা গেছে।
বিলবোর্ডে কাউন্টডাউন হচ্ছে, লেখা আছে ১০০। ক্যাপশনে লেখা, ‘আমাদের গল্পের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।’ সিনেমায় থাকছে বন্ধুত্ব, স্বাধীনতা, ভালোবাসা, মন ভাঙ্গা এবং বিরোধিতার গল্প।
জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ ছবিতে সুহানাকে অন্যতম মূল চরিত্রে দেখা যাবে। শাহরুখ কন্যা কেমন অভিনয় করেছেন তা দেখার অপেক্ষায় ভক্তরা। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়