ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৮:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৩২ Time View

কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউ বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার মো. জকরিয়ার ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) ও ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, সোমবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় কতিপয় লোকজন সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়।

এতে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক দুইজন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে আটকদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় দেশী তৈরী ৪ টি বন্দুক ও ২ টি ৭.৬ বোরের রাইফেলের গুলি। এরপর তাদের স্বীকারোক্তিতে ঘটনাস্থলের কিছু দূরে রাখা তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

ওসি জানান, আটকরা অস্ত্রগুলো কোথায় থেকে সংগ্রহ করেছে এবং কোথায় পাচার করছিল তা জানতে পুলিশ কাজ করছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত রহস্য উদঘাটন বের করা সম্ভব হবে।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক

নওরোজ ডেস্ক
Update Time : ০৮:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউ বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার মো. জকরিয়ার ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) ও ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, সোমবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় কতিপয় লোকজন সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়।

এতে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক দুইজন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে আটকদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় দেশী তৈরী ৪ টি বন্দুক ও ২ টি ৭.৬ বোরের রাইফেলের গুলি। এরপর তাদের স্বীকারোক্তিতে ঘটনাস্থলের কিছু দূরে রাখা তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

ওসি জানান, আটকরা অস্ত্রগুলো কোথায় থেকে সংগ্রহ করেছে এবং কোথায় পাচার করছিল তা জানতে পুলিশ কাজ করছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত রহস্য উদঘাটন বের করা সম্ভব হবে।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

নওরোজ/এসএইচ