ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয়

এশিয়া কাপ খেলতে আগামীকাল দেশ ছাড়ছেন সাকিবরা

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / ২০৫ Time View

২০২৩ সালটা খুব ভালো হবে আগেই ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে তখন ওয়ানডে দলের দায়িত্বেও ছিলেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। সম্প্রতি তামিম ইকবালের সরে যাওয়ায় ওয়ানডে দলের দায়িত্ব বুঝে পেয়েছেন সাকিব। আর সেই সাকিবের নেতৃত্বেই আগামীকাল রোববার এশিয়া কাপের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে টাইগাররা। সেখানে পৌঁছে অবশ্য বাংলাদেশের দলের জন্য থাকছে না কোনো প্রস্তুতি ম্যাচ। এশিয়া কাপের প্রথম ম্যাচে আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে মাঠে নামবে সাকিবের দল।

এশিয়া কাপের আগে আজ শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। এ সময় তিনি বলেন, ‘এখন সবকিছুতেই এশিয়া কাপের ভাবনা। আরও ছোট করে বলতে গেলে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে ভাবছি। বিশ্বকাপেরটা পরে ভাবা যাবে।’ অন্য আরেক প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘দুটি আলাদা টুর্নামেন্ট। এশিয়া কাপে ভালো করলে বিশ্বকাপ ভালো হয়ে যাবে, এমন নয়। খারাপ করলেও খারাপ হয়ে যাবে না।’

লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে ফিরে দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি সাকিবকে। একইসঙ্গে দলের খেলোয়াড়দের সঙ্গেও কথা বলতে পেরেছেন মাত্র একবার। সাকিব বলছিলেন, ‘আমার খুব বেশি একটা কথা বলতে হয়নি। আমাদের দলে যাঁরা আছেন, বেশির ভাগকেই আমি অনেক দিন ধরে চিনি। বেশির ভাগই আমার অধীনে খেলেছেন, না হয় আমি তাঁদের অধীনে খেলেছি। মানিয়ে নেওয়ার ব্যাপারটা যে কঠিন হবে, তা আমার মনে হয় না।’

Please Share This Post in Your Social Media

এশিয়া কাপ খেলতে আগামীকাল দেশ ছাড়ছেন সাকিবরা

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

২০২৩ সালটা খুব ভালো হবে আগেই ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে তখন ওয়ানডে দলের দায়িত্বেও ছিলেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। সম্প্রতি তামিম ইকবালের সরে যাওয়ায় ওয়ানডে দলের দায়িত্ব বুঝে পেয়েছেন সাকিব। আর সেই সাকিবের নেতৃত্বেই আগামীকাল রোববার এশিয়া কাপের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে টাইগাররা। সেখানে পৌঁছে অবশ্য বাংলাদেশের দলের জন্য থাকছে না কোনো প্রস্তুতি ম্যাচ। এশিয়া কাপের প্রথম ম্যাচে আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে মাঠে নামবে সাকিবের দল।

এশিয়া কাপের আগে আজ শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। এ সময় তিনি বলেন, ‘এখন সবকিছুতেই এশিয়া কাপের ভাবনা। আরও ছোট করে বলতে গেলে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে ভাবছি। বিশ্বকাপেরটা পরে ভাবা যাবে।’ অন্য আরেক প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘দুটি আলাদা টুর্নামেন্ট। এশিয়া কাপে ভালো করলে বিশ্বকাপ ভালো হয়ে যাবে, এমন নয়। খারাপ করলেও খারাপ হয়ে যাবে না।’

লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে ফিরে দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি সাকিবকে। একইসঙ্গে দলের খেলোয়াড়দের সঙ্গেও কথা বলতে পেরেছেন মাত্র একবার। সাকিব বলছিলেন, ‘আমার খুব বেশি একটা কথা বলতে হয়নি। আমাদের দলে যাঁরা আছেন, বেশির ভাগকেই আমি অনেক দিন ধরে চিনি। বেশির ভাগই আমার অধীনে খেলেছেন, না হয় আমি তাঁদের অধীনে খেলেছি। মানিয়ে নেওয়ার ব্যাপারটা যে কঠিন হবে, তা আমার মনে হয় না।’