এশিয়া কাপের ট্রফি দিতে আল্টিমেটাম
- Update Time : ০৩:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১০৬৭ Time View
গত মাসে দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। তবে চ্যাম্পিয়ন হলেও নানান নাটকীয়তায় ট্রফি বুঝে পায়নি তারা। সেই ট্রফি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
চিঠিতে বিসিসিআই জানিয়েছে, চলতি সপ্তাহে ট্রফি না দিলে আইসিসি সভায় বিষয়টি তুলে আনবে তারা।

২৮ সেপ্টেম্বর ফাইনালে জয় পাওয়ার পর ট্রফিটি ভারতেরই প্রাপ্য। সেদিন ফাইনালের পর এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত। তাদের চাওয়া ছিলো অন্য কোন অতিথি যেন ট্রফি তুলে দেন। কিন্তু নাকভি তাতে রাজী না হয়ে ট্রফি নিয়ে চলে যান। তার হাত থেকে ট্রফি দেবেন না বলে এখনো তিনি অনড়।
বিসিসিআই সচিব দেবজিত সাইকা ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানান ট্রফি বুঝে পেতে আল্টিমেটাম দিয়েছেন তারা, ‘হ্যাঁ, আমরা এসিসিকে লিখেছি যাতে ট্রফিটি ভারতের হাতে তুলে দেওয়া হয়। আমরা এসিসিকে জানিয়েছি, যদি তারা বিষয়টি বাস্তবায়ন না করে, তবে আমরা আসন্ন আইসিসি সভায় বিষয়টি উত্থাপন করব।’
আগামী ৪ থেকে ৭ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে সেই আইসিসি সভা।
এশিয়া কাপের ট্রফি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে এসিসি সভাপতি নাকভির অনড় অবস্থানের কারণে। তিনি চান, বিজয়ী দলের হাতে ট্রফি তুলবেন তিনিই। কিন্তু ভারতীয় দল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তার কাছ থেকে ট্রফি নিতে রাজি নয়। এই অবস্থান মূলত পেহেলগ্রামে সন্ত্রাসী হামলা ও পরবর্তী সময়ে ভারত-পাকিস্তানের যুদ্ধ জড়িয়ে পড়া নিয়ে।
দুবাইয়ের এসিসি কার্যালয়ে নাকভির নির্দেশে ট্রফিটি তালাবন্ধ করে রাখা আছে। পিসিবি প্রধান এসিসি কর্মীদের নির্দেশ দিয়েছেন যেন তার অনুমতি ছাড়া ট্রফিটি কোথাও সরানো না হয়।
এদিকে জানা গেছে, নাকভি এখনও একই অবস্থানে রয়েছেন। তিনি চান ভারতের অধিনায়ক বা কোনো খেলোয়াড় নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাই গিয়ে ট্রফিটি গ্রহণ করুক। মঙ্গলবার ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, ‘তোমাদের কোনো একজন খেলোয়াড়কে নিয়ে এসো, সে ট্রফি নিয়ে যাক।’
ট্রফি নিয়ে এই অচলাবস্থার জট খুলতে পারে আইসিসির আসন্ন সভায়।
ঘটনার সূত্রপাত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে। টানটান উত্তেজনার ম্যাচে ভারত শেষ ওভারে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে। কিন্তু ট্রফি হস্তান্তরের সময় দেখা দেয় অভূতপূর্ব অস্বস্তিকর পরিস্থিতি—ভারতীয় দল এসিসি সভাপতি মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়।
ট্রফি পরবর্তীতে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয় কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই। ফলে ভারতের শিরোপা উদ্যাপন হয়—ট্রফি ছাড়াই!
বিসিসিআই কর্মকর্তারা তখন জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পাকিস্তানের একজন মন্ত্রীর কাছ থেকে ট্রফি গ্রহণ করব না। কিন্তু এর মানে এই নয় যে, ট্রফি এবং মেডেলও তিনি নিয়ে যাবেন। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’
অন্যদিকে এসিসি সভাপতি মহসিন নকভি দাবি করেন, তিনি ট্রফি দিতে প্রস্তুত, তবে চান ভারতের প্রতিনিধি এসে তার কাছ থেকেই সেটি গ্রহণ করুক।
এ নিয়ে টানাপোড়েন চলছেই। তবে বিসিসিআইয়ের দৃঢ় অবস্থান এবং আইসিসিতে বিষয়টি তোলার সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে এই ট্রফি-নাটকে।
এক মাস পেরিয়ে গেলেও এখনও প্রশ্ন রয়ে গেছে—ভারতের হাতে কবে ফিরবে সেই এশিয়া কাপ ট্রফি?























































































































































































