এলাকার সকল সমস্যার সমাধান হবেঃ শফিকুর রহমান চৌধুরী এমপি
- Update Time : ০৭:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
- / ১০৬ Time View
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি সিলেটের বিশ্বনাথের প্রয়াগমহলে একটি সামাজিক ও গ্রামবাসীদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের সাথে পবিত্র ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি প্রয়াগমহলে আসেন।
এ সময় গ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন দাবী জানিয়ে প্রতিমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেন সাংবাদিক মো.মহিবুর রহমান।
তিনি স্মারক লিপি গ্রহন করে প্রিতিগঞ্জ বাজার প্রয়াগ মহল পুরাতন মসজিদ রাস্তা পাকাকরন, পুরাতন মসজিদ হতে ঈসামারা পুল পর্যন্ত রাস্তাপাকাকরন ও খাল খনন, গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, পুরাতন মসজিদে শিক্ষাকেন্দ্রের ভবন নির্মান ও মসজিদে একটি ডিপ টিওবেল স্থাপন ও উন্নতমানের ওজুখানা নির্মানের আশ্বাস দেন।
এসময় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ঈদুল ফিতর একটি মুসলিম ধর্মের বড় উৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। আমি আশা করি সকলেই এই উৎসবটি পরিবারের সাথে আনন্দে কাটিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীদের খোঁজ খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে। সে অনুযায়ী আমিও নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটা মহল বিভিন্ন অপতৎপরতা চালিয়ে যাচ্ছে সবাই ঐক্যবদ্ধ থেকে অপতৎপরতা বিরোদ্ধে সোচ্চার হয়ে সরকারের উন্নয়ন চিত্র তৃণমূল মানুষের কাছে তুলে ধরার পরামর্শ দেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ।
বিশিষ্ট আইনজীবী এডভোকেট কল্যান চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক মো.মুহিবুর রহমানের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন সিলেট জজকোর্টের স্পেশাল পিপি এডভোকেট শাহ মো.মোশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গনী ও ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আব্দুন নূর মেম্বার।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক কালিপদ চৌধুরী, শিক্ষাবিদ মুহিবুর রহমান কিরন, এডভোকেট অহিদুর রহমান চৌধুরী, শিক্ষানুরাগী জসিম উদ্দিন খান, কবির আহমদ কুব্বার, বিশিষ্ট মুরব্বী সাবেক শিক্ষক সুরুজ আলী মাস্টার প্রমুখ।
এসময় এলাকার লোকজন উপস্থিত ছিলেন। পরে কল্যান চৌধুরীর কন্যাকে বিবাহ পরবর্তী সংবর্ধনা প্রদান করা হয়।