এবার সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর হামলা

- Update Time : ০৯:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ২৪০ Time View
এবার সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) লেবাননের আল মায়াদিন টিভির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে। খবর আলআরাবিয়ার।
আল মায়াদিনের প্রতিবেদেন বলা হয়েছে, ইরান ও জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ার আল তানফ ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলে দিয়ার ইজ্জর এলাকায় কনোকো ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, নিজেদের সেনাঘাঁটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়া হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইউরোপভিত্তিক অ্যাকটিভিস্ট ওমার আবু লায়লা বলেন, ইরাকের সীমান্তবর্তী দেইর আল জউর এলাকায় তিনটি ড্রোন হামলা হয়েছে।
ব্রিটেনভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক রামি আব্দুর রহমান জানান, তিনি কনোকো গ্যাস ফিল্ড এলাকায় পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
তারা জানান, সেনাঘাঁটিতে এ হামলা পূর্ব সিরিয়া এবং পশ্চিম ইরাকে মোতায়েন করা ইরানভিত্তিক কোনো উগ্রবাদী দলের কাজ হয়ে থাকতে পারে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়