ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
লায়লাকে হত্যাচেষ্টা, প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ: প্রধান বিচারপতি পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন প্রভা শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে মওকাবাজরা তৎপর : এখনই রাশ টানা দরকার সেই চিহ্নিত দুর্নীতিবাজ জজ এবার আইন সচিব হচ্ছেন! বিচারপতি আখতারুজ্জামানের শুনানি সম্পন্ন; খুরশীদ আলমের শুনানি ২ সেপ্টেম্বর আফ্রিদির মুখোশ খুললেন তানভীর রাহী ‘মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা, শুধু ধৃষ্টতা নয় দেউলিয়াত্বের ও বহিঃপ্রকাশ’ শপথ নিলেন নবনিযুক্ত ২৫ বিচারপতি

ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : ০৬:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ২৫৩ Time View

গঙ্গাচড়ায় ডিবি পরিচয়ে অপহরণের মামলায় গ্রেফতার ইউপি সদস্য রফিকুল ইসলাম।

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরোঃ রংপুরের গঙ্গাচড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণের মামলায় এবার রফিকুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) বিকেলে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম আলমবিদিতর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।

মঙ্গলবার (৯ মে) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়ায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ইউপি সদস্য রফিকুল ইসলামকে গ্রেফতারের পর মঙ্গলবার (০৯ মে) সকালে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হলো। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে এই মামলায় পুলিশ কনস্টেবল মাসুদ রানাকে (২৪) গত ১৭ এপ্রিল রাতে পঞ্চগড় থেকে গ্রেফতার করা হয়। কনস্টেবল মাসুদ রানা রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে প্রেষণে পঞ্চগড় পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পশ্চিম মনিরাম এলাকার আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে। এছাড়া শনিবার (৬ মে) রাতে পাবনা সদর উপজেলা এলাকা থেকে সুরুজ মিয়া (৩৫) নামে অপর এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সুরুজ মিয়া গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মন্ডলের হাট এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল দিনগত রাত ১টায় গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়াপাড়া গ্রামের নুর ইসলাম আপাছের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাত সাতজন যুবক ঢুকে তার ছেলে সোনা মিয়াকে মারপিট করে বাড়ি থেকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। পরে সোনা মিয়ার পরিচিত সুরুজ মিয়ার মাধ্যমে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। খবর পেয়ে ওই রাতেই পার্শ্ববর্তী নোহালী ইউনিয়নের একটি চাতাল থেকে সোনা মিয়াকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় ১০ এপ্রিল অজ্ঞাত অপহরণকারীদের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় অভিযোগ দায়ের করেন সোনা মিয়ার বাবা নুর ইসলাম।

Please Share This Post in Your Social Media

ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

Reporter Name
Update Time : ০৬:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরোঃ রংপুরের গঙ্গাচড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণের মামলায় এবার রফিকুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) বিকেলে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম আলমবিদিতর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।

মঙ্গলবার (৯ মে) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়ায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ইউপি সদস্য রফিকুল ইসলামকে গ্রেফতারের পর মঙ্গলবার (০৯ মে) সকালে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হলো। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে এই মামলায় পুলিশ কনস্টেবল মাসুদ রানাকে (২৪) গত ১৭ এপ্রিল রাতে পঞ্চগড় থেকে গ্রেফতার করা হয়। কনস্টেবল মাসুদ রানা রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে প্রেষণে পঞ্চগড় পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পশ্চিম মনিরাম এলাকার আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে। এছাড়া শনিবার (৬ মে) রাতে পাবনা সদর উপজেলা এলাকা থেকে সুরুজ মিয়া (৩৫) নামে অপর এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সুরুজ মিয়া গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মন্ডলের হাট এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল দিনগত রাত ১টায় গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়াপাড়া গ্রামের নুর ইসলাম আপাছের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাত সাতজন যুবক ঢুকে তার ছেলে সোনা মিয়াকে মারপিট করে বাড়ি থেকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। পরে সোনা মিয়ার পরিচিত সুরুজ মিয়ার মাধ্যমে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। খবর পেয়ে ওই রাতেই পার্শ্ববর্তী নোহালী ইউনিয়নের একটি চাতাল থেকে সোনা মিয়াকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় ১০ এপ্রিল অজ্ঞাত অপহরণকারীদের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় অভিযোগ দায়ের করেন সোনা মিয়ার বাবা নুর ইসলাম।