এনসিপির সাথে জোট হচ্ছে বিএনপির?
- Update Time : ০৪:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ২২৯ Time View
গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাদের সাথে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করবে সেটি নিয়েও নানা আলোচনা দেখা যাচ্ছে রাজনীতিতে।
গত দুয়েক মাস ধরে বিএনপির সাথে এনসিপির নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে নানা আলোচনা হয়েছে বলেও জানিয়েছে এনসিপি নেতাদের কেউ কেউ। কিন্তু সে সব আলোচনায় এখন পর্যন্ত সমাধানের কোনো পথ আসেনি বলে নিশ্চিত করেছে এনসিপির শীর্ষ নেতারা।
বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণার পর প্রশ্ন উঠেছে যে ৬৩টি আসন বিএনপি ফাঁকা রেখেছে সেখানে কী এনসিপি নেতাদের কেউ প্রার্থী হতে পারে?
এমন প্রশ্নে এনসিপির নেতারা বলছেন, তারা নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে বিএনপি ও জামায়াত দুটি পক্ষের সাথেই আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কার সাথে যাবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।
এনসিপি নেতাদের মধ্যে দলের আহবায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, আখতার হোসেন রংপুর-৪, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, সারজিস আলম পঞ্চগড়-১, আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬, আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪ আসন থেকে নির্বাচন করার কথা রয়েছে বলে দলটির শীর্ষ নেতারা জানিয়েছে। তবে, এনসিপি নেতাদের ওইসব আসনগুলোতে এরই মধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যে কারণে শেষ পর্যন্ত কী করবে এনসিপি সেটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না দলটি।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমাদের সাথে বিএনপির নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। কিন্তু কোন আসন বা কতটি আসন আমরা চাই সে সব নিয়ে কোনো আলোচনা হয়নি।
বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পর সোমবার রাতেই একটি সংবাদ সম্মেলন করে এনসিপি। সেখানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যারা বিএনপির মনোনয়ন পাননি, তারা যদি এনসিপিতে যোগ দেন—আমরা তাদের স্বাগত জানাব।
যদিও সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিএনপির সাথে জোট বা আসন সমঝোতার বিষয়টি নিয়ে এখনো তারা সিদ্ধান্ত নিতে পারছেন না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































