ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এখন আর সংলাপের কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

নওরোজ ডেস্ক
  • Update Time : ০১:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ১৫৩ Time View

এখন আর সংলাপের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো পলিটিকাল পার্টি কোনোদিনও এভাবে, কোনো ডেমোক্রেটিক পলিটিকাল পার্টি সংলাপ চায় না– এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজ ইলেকশনের ডেট ডিক্লেয়ার হচ্ছে, আপনি সংলাপ করবেন কবে, আমি সে কথা বলছি।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পিটার হাস চিঠি দিতে এসেছেন। শুনেছি আরও দুই রাজনৈতিক দলের কাছেও চিঠি দিয়েছেন। এই চিঠি নিয়ে পার্টির প্রধান ও কর্মীদের সঙ্গে আলোচনা দরকার।

জাতীয় পার্টির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জোর করে আমাদের সঙ্গে কোনো দলকে টেনে আনছি না। থাকা, না থাকা তাদের বিষয়।

সন্ধ্যায় তফসিল ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার দরকার নাই।

যুক্তরাষ্ট্রের চিঠির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেখুন চিঠি এসেছে আমার কাছে। আমার কাছে মানে আমি তো পার্টির সেক্রেটারি এই হিসেবে দিয়েছেন। এখন যে চিঠিটা আমার কাছে দিয়েছেন পার্টির মতামতের ব্যাপারে জানার জন্য সে বিষয়টা পার্টির সাথে আলোচনার আগে আমি সাংবাদিকদের কীভাবে বলব, এটা কি ঠিক হবে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

এখন আর সংলাপের কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

নওরোজ ডেস্ক
Update Time : ০১:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

এখন আর সংলাপের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো পলিটিকাল পার্টি কোনোদিনও এভাবে, কোনো ডেমোক্রেটিক পলিটিকাল পার্টি সংলাপ চায় না– এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজ ইলেকশনের ডেট ডিক্লেয়ার হচ্ছে, আপনি সংলাপ করবেন কবে, আমি সে কথা বলছি।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পিটার হাস চিঠি দিতে এসেছেন। শুনেছি আরও দুই রাজনৈতিক দলের কাছেও চিঠি দিয়েছেন। এই চিঠি নিয়ে পার্টির প্রধান ও কর্মীদের সঙ্গে আলোচনা দরকার।

জাতীয় পার্টির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জোর করে আমাদের সঙ্গে কোনো দলকে টেনে আনছি না। থাকা, না থাকা তাদের বিষয়।

সন্ধ্যায় তফসিল ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার দরকার নাই।

যুক্তরাষ্ট্রের চিঠির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেখুন চিঠি এসেছে আমার কাছে। আমার কাছে মানে আমি তো পার্টির সেক্রেটারি এই হিসেবে দিয়েছেন। এখন যে চিঠিটা আমার কাছে দিয়েছেন পার্টির মতামতের ব্যাপারে জানার জন্য সে বিষয়টা পার্টির সাথে আলোচনার আগে আমি সাংবাদিকদের কীভাবে বলব, এটা কি ঠিক হবে।

নওরোজ/এসএইচ