ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এক যুগ পর দামেস্কে উড়ল ফ্রান্সের পতাকা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / ১১১ Time View

সিরিয়ার রাজধানী দামেস্কের দূতাবাসে ১২ বছরের মধ্যে মঙ্গলবার প্রথম পতাকা উড়িয়েছে ফ্রান্স। সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে এই এক যুগ ধরে ফরাসি দূতাবাসের কার্যক্রম বন্ধ রাখা হয়।

৯ দিন আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এখন সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক তৈরি এবং কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার মধ্যে ফ্রান্স আবার তাদের দূতাবাসে পতাকা ওড়াল।

গুইলাম জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে দূবাতাস খোলার সঠিক তারিখ দিতে পারবেন না; যতক্ষণ না নিরাপত্তার মানদণ্ড পূরণ হচ্ছে।

এক বিবৃতিতে ফ্রান্স জানিয়েছে, সিরিয়ায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক উত্তরণ ঘটবে বলে ফ্রান্স আশা করে; যেখানে সমাজের সমস্ত উপাদানের প্রতিনিধিত্ব থাকবে এবং সমস্ত সিরিয়াবাসীর অধিকারকে সম্মান করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজনৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক সমাধানের মাধ্যমে সিরীয়দের পুনর্মিলন ও পুনর্গঠনের পথ খুঁজে পেতে ফ্রান্স তার অংশীদারদের সঙ্গে কাজ করে যাবে।

বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমা রাষ্ট্রগুলো ধীরে ধীরে হায়াত তাহরির আল-শাম এবং এর নেতা আহমেদ আল-শারার নেতৃত্বে দামেস্কের নতুন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। যদিও তারা গোষ্ঠীটিকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছিল।

ফ্রান্স ও ব্রিটেনের পাশাপাশি জার্মানিও সিরিয়ার নতুন প্রশাসনের সাথে বৈঠকের পরিকল্পনা করছে। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে, তারা বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

এক যুগ পর দামেস্কে উড়ল ফ্রান্সের পতাকা

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার রাজধানী দামেস্কের দূতাবাসে ১২ বছরের মধ্যে মঙ্গলবার প্রথম পতাকা উড়িয়েছে ফ্রান্স। সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে এই এক যুগ ধরে ফরাসি দূতাবাসের কার্যক্রম বন্ধ রাখা হয়।

৯ দিন আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এখন সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক তৈরি এবং কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার মধ্যে ফ্রান্স আবার তাদের দূতাবাসে পতাকা ওড়াল।

গুইলাম জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে দূবাতাস খোলার সঠিক তারিখ দিতে পারবেন না; যতক্ষণ না নিরাপত্তার মানদণ্ড পূরণ হচ্ছে।

এক বিবৃতিতে ফ্রান্স জানিয়েছে, সিরিয়ায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক উত্তরণ ঘটবে বলে ফ্রান্স আশা করে; যেখানে সমাজের সমস্ত উপাদানের প্রতিনিধিত্ব থাকবে এবং সমস্ত সিরিয়াবাসীর অধিকারকে সম্মান করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজনৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক সমাধানের মাধ্যমে সিরীয়দের পুনর্মিলন ও পুনর্গঠনের পথ খুঁজে পেতে ফ্রান্স তার অংশীদারদের সঙ্গে কাজ করে যাবে।

বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমা রাষ্ট্রগুলো ধীরে ধীরে হায়াত তাহরির আল-শাম এবং এর নেতা আহমেদ আল-শারার নেতৃত্বে দামেস্কের নতুন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। যদিও তারা গোষ্ঠীটিকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছিল।

ফ্রান্স ও ব্রিটেনের পাশাপাশি জার্মানিও সিরিয়ার নতুন প্রশাসনের সাথে বৈঠকের পরিকল্পনা করছে। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে, তারা বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।

নওরোজ/এসএইচ