ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
আসুস

এক্সপার্ট সিরিজের নতুন তিন ল্যাপটপে কী সুবিধা থাকছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৫৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ৩৯৬ Time View

এক্সপার্টবুক পিওয়ান

ডিজিটাল কাজের সব ধরনের চাহিদা পূরণে এক্সপার্ট সিরিজের নতুন তিনটি ল্যাপটপ ও ডেস্কটপ পিসি উন্মোচন করা হয়েছে। সিরিজের এসব ল্যাপটপ ডিজাইনে নির্ভরতা, ডেটা সুরক্ষা ও গতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সিরিজে এক্সপার্টবুক পিওয়ান, পিথ্রি, পিফাইভ ল্যাপটপ ছাড়াও রয়েছে এক্সপার্টসেন্টার ডেস্কটপ পিসি ও অল-ইন-ওয়ান সল্যুশন। মাঝারি ও ছোট ব্যবসা, বড় করপোরেশন, সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এসব ডিভাইস সহায়ক বলে আসুস জানায়।

নতুন এই সিরিজের ল্যাপটপে রয়েছে কোপাইলট প্লাস সুবিধা, এক্সপার্ট গার্ডিয়ান আইটি ব্যবস্থাপনা ও এন্টারপ্রাইজ গ্রেড এনক্রিপশন। কাজকে সহজ ও নিরাপদ করবে এসব ডিভাইস। মিলিটারি গ্রেডের স্থায়িত্ব মানে ডিজাইন রয়েছে এসব ল্যাপটপে। থাকছে এনএফসি লগইন, ওয়েবক্যাম প্রাইভেসি শাটার ও এসএসডি স্তরের সিকিউরিটি সুবিধা।

ইপিইএটি সার্টিফায়েড, যা পরিবেশবান্ধব ও শক্তি সাশ্রয় করবে। শিক্ষামূলক ও পেশাগত কাজ সহজ করতে ডিভাইসে রয়েছে বিল্টইন এআই টুলস ও কনফারেন্সিং ফিচার।

আসুস ব্র্যান্ডের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কমার্শিয়াল জেনেরাল ম্যানেজার, বিজনেজ সিস্টেম গ্রুপের রেক্স লি বলেন, সুদীর্ঘ সময় ধরে গ্রাহকের জন্য আধুনিক প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করছি আমরা। তা হোক ওলেড ল্যাপটপ, এআই পিসি বা গেমিং ডিভাইস।

তিনি বলেন, অনুপ্রেরণার মূল ভিত্তি হলো নিরবচ্ছিন্ন উদ্ভাবন ও গুণগত মান রক্ষা করা। তারই ধারাবাহিকতায় নতুন সিরিজে ব্যবসায়িক গ্রাহকের আস্থা অর্জন কাজ করছি। আধুনিক সব ধরনের প্রতিষ্ঠানে নিরাপদ, সমৃদ্ধ ও ভবিষ্যৎমুখী সমাধান দেওয়াই প্রধান লক্ষ্য। বৈপ্লবিক এআই যুগের চাহিদা পূরণে যা সহায়ক। থাকবে তিন বছরের বিক্রয়োত্তর পরিষেবা।

Please Share This Post in Your Social Media

আসুস

এক্সপার্ট সিরিজের নতুন তিন ল্যাপটপে কী সুবিধা থাকছে

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৯:৫৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

ডিজিটাল কাজের সব ধরনের চাহিদা পূরণে এক্সপার্ট সিরিজের নতুন তিনটি ল্যাপটপ ও ডেস্কটপ পিসি উন্মোচন করা হয়েছে। সিরিজের এসব ল্যাপটপ ডিজাইনে নির্ভরতা, ডেটা সুরক্ষা ও গতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সিরিজে এক্সপার্টবুক পিওয়ান, পিথ্রি, পিফাইভ ল্যাপটপ ছাড়াও রয়েছে এক্সপার্টসেন্টার ডেস্কটপ পিসি ও অল-ইন-ওয়ান সল্যুশন। মাঝারি ও ছোট ব্যবসা, বড় করপোরেশন, সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এসব ডিভাইস সহায়ক বলে আসুস জানায়।

নতুন এই সিরিজের ল্যাপটপে রয়েছে কোপাইলট প্লাস সুবিধা, এক্সপার্ট গার্ডিয়ান আইটি ব্যবস্থাপনা ও এন্টারপ্রাইজ গ্রেড এনক্রিপশন। কাজকে সহজ ও নিরাপদ করবে এসব ডিভাইস। মিলিটারি গ্রেডের স্থায়িত্ব মানে ডিজাইন রয়েছে এসব ল্যাপটপে। থাকছে এনএফসি লগইন, ওয়েবক্যাম প্রাইভেসি শাটার ও এসএসডি স্তরের সিকিউরিটি সুবিধা।

ইপিইএটি সার্টিফায়েড, যা পরিবেশবান্ধব ও শক্তি সাশ্রয় করবে। শিক্ষামূলক ও পেশাগত কাজ সহজ করতে ডিভাইসে রয়েছে বিল্টইন এআই টুলস ও কনফারেন্সিং ফিচার।

আসুস ব্র্যান্ডের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কমার্শিয়াল জেনেরাল ম্যানেজার, বিজনেজ সিস্টেম গ্রুপের রেক্স লি বলেন, সুদীর্ঘ সময় ধরে গ্রাহকের জন্য আধুনিক প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করছি আমরা। তা হোক ওলেড ল্যাপটপ, এআই পিসি বা গেমিং ডিভাইস।

তিনি বলেন, অনুপ্রেরণার মূল ভিত্তি হলো নিরবচ্ছিন্ন উদ্ভাবন ও গুণগত মান রক্ষা করা। তারই ধারাবাহিকতায় নতুন সিরিজে ব্যবসায়িক গ্রাহকের আস্থা অর্জন কাজ করছি। আধুনিক সব ধরনের প্রতিষ্ঠানে নিরাপদ, সমৃদ্ধ ও ভবিষ্যৎমুখী সমাধান দেওয়াই প্রধান লক্ষ্য। বৈপ্লবিক এআই যুগের চাহিদা পূরণে যা সহায়ক। থাকবে তিন বছরের বিক্রয়োত্তর পরিষেবা।