ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

একাদশে নেই তানজিম সাকিব

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৬:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ২০৬ Time View

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচেই পাদপ্রদীপের আলোয় চলে আসেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেটে আগমনের বার্তা দিয়েছেন বেশ জোরেশোরেই।

অভিষেক ম্যাচের প্রতিপক্ষও সমীহ জাগানোর মতোই। ভারতের বিপক্ষে এশিয়া কাপে দুর্দান্ত অভিষেকের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম ওয়ানডের একাদশে ছিলেন।

তবে দ্বিতীয় ওডিআইয়ের আগেই আসে দুঃসংবাদটা। বিসিবির তরফে জানানো হয় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হালকা চোটে পড়েছেন তরুণ এই পেসার।

যে কারণে সিরিজের মাঝপথে দলে যুক্ত করা হয় আরেক পেসার হাসান মাহমুদকে। এর আগে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচের দল থেকে এশিয়া কাপের স্কোয়াডে থাকা তিন পেসার হাসান, তাসকিন ও শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়।

বিসিবির বিশ্বকাপ ভাবনায় আছেন এই তিন পেসার। মূলত বিশ্বকাপের আগে ক্লান্তি এবং ইনজুরির ঝুঁকি এড়াতেই কিউইদের বিপক্ষে সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তাদের।

তানজিমের চোট নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দেওয়া হলেও বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘সাকিবের (তানজিম সাকিব) একটা চোট আছে।

এটা গ্রোইন (কুঁচকির) চোট।’ তবে তানজিমের চোট যে খুব একটা গুরুতর নয়, সেটাও অনেকটা পরিস্কার।

এদিকে, আজ মাঠে গড়ানো দ্বিতীয় ওয়ানডেতে তানজিমের না থাকা নিয়ে অনেকেই ফেসবুকে নানা মন্তব্য করছেন। কারও কারও মতে, তাকে দল থেকে বিশ্রাম বা বাদ দেওয়া হয়েছে।

যদিও এ দাবির পক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায়নি। বলে রাখা ভালো, বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন তানজিম সাকিব। এবাদত ছিটকে পড়ায় তার জায়গায় টানা হতে পারে তাকে, যদি পাঁচ পেসার নিয়ে স্কোয়াড সাজানো হয়।

তানজিমকে পরিকল্পনায় রাখার বিষয়টি কদিন আগে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও জানিয়েছিলেন। ধারণা করা যাচ্ছে, বিশ্বকাপের আগে বাড়তি ঝুঁকি এড়াতেই বিশ্রামে রাখা হয়ে থাকতে পারে জুনিয়র সাকিবকে।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির মঞ্চ ঘরের মাঠের এই নিউজিল্যান্ড সিরিজ। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে টিম ম্যানেজমেন্ট কয়েকজনকে বাজিয়ে দেখতে চায় এই সিরিজে। বিশেষ করে দলের মাথাব্যথার বড় জায়গা নড়বড়ে ব্যাটিং।

এশিয়া কাপের আগে বাংলাদেশ দল থেকে ছিটকে পড়েন পেসার এবাদত হোসেন। তার জায়গায় বদলি হিসেবে নেওয়া হয় তানজিম সাকিবকে।

এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে সুযোগ পেয়ে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। ব্যাট হাতে করেন অপরাজিত ১৪ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেও ভালো বোলিং করেন এই পেসার। বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার আগে উইকেট না পেলেও ৫.৪ ওভার বল করে ২৫ রান দেন।

উল্লেখ্য, নিজের পারফরম্যান্স ছাড়াও পুরোনো কিছু ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় তানজিম সাকিব। নারীদের নিয়ে সেসব পোস্টে নেতিবাচক মন্তব্যের জেরে শেষমেশ ক্ষমাও চেয়েছেন।

তবে সমর্থকদের অনেকেরই সমর্থন পাচ্ছেন এ পেসার। প্রথম ওয়ানডেতে ঘরের মাঠে ‘সাকিব সাকিব’ স্লোগান ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

একাদশে নেই তানজিম সাকিব

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৬:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচেই পাদপ্রদীপের আলোয় চলে আসেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেটে আগমনের বার্তা দিয়েছেন বেশ জোরেশোরেই।

অভিষেক ম্যাচের প্রতিপক্ষও সমীহ জাগানোর মতোই। ভারতের বিপক্ষে এশিয়া কাপে দুর্দান্ত অভিষেকের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম ওয়ানডের একাদশে ছিলেন।

তবে দ্বিতীয় ওডিআইয়ের আগেই আসে দুঃসংবাদটা। বিসিবির তরফে জানানো হয় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হালকা চোটে পড়েছেন তরুণ এই পেসার।

যে কারণে সিরিজের মাঝপথে দলে যুক্ত করা হয় আরেক পেসার হাসান মাহমুদকে। এর আগে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচের দল থেকে এশিয়া কাপের স্কোয়াডে থাকা তিন পেসার হাসান, তাসকিন ও শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়।

বিসিবির বিশ্বকাপ ভাবনায় আছেন এই তিন পেসার। মূলত বিশ্বকাপের আগে ক্লান্তি এবং ইনজুরির ঝুঁকি এড়াতেই কিউইদের বিপক্ষে সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তাদের।

তানজিমের চোট নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দেওয়া হলেও বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘সাকিবের (তানজিম সাকিব) একটা চোট আছে।

এটা গ্রোইন (কুঁচকির) চোট।’ তবে তানজিমের চোট যে খুব একটা গুরুতর নয়, সেটাও অনেকটা পরিস্কার।

এদিকে, আজ মাঠে গড়ানো দ্বিতীয় ওয়ানডেতে তানজিমের না থাকা নিয়ে অনেকেই ফেসবুকে নানা মন্তব্য করছেন। কারও কারও মতে, তাকে দল থেকে বিশ্রাম বা বাদ দেওয়া হয়েছে।

যদিও এ দাবির পক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায়নি। বলে রাখা ভালো, বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন তানজিম সাকিব। এবাদত ছিটকে পড়ায় তার জায়গায় টানা হতে পারে তাকে, যদি পাঁচ পেসার নিয়ে স্কোয়াড সাজানো হয়।

তানজিমকে পরিকল্পনায় রাখার বিষয়টি কদিন আগে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও জানিয়েছিলেন। ধারণা করা যাচ্ছে, বিশ্বকাপের আগে বাড়তি ঝুঁকি এড়াতেই বিশ্রামে রাখা হয়ে থাকতে পারে জুনিয়র সাকিবকে।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির মঞ্চ ঘরের মাঠের এই নিউজিল্যান্ড সিরিজ। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে টিম ম্যানেজমেন্ট কয়েকজনকে বাজিয়ে দেখতে চায় এই সিরিজে। বিশেষ করে দলের মাথাব্যথার বড় জায়গা নড়বড়ে ব্যাটিং।

এশিয়া কাপের আগে বাংলাদেশ দল থেকে ছিটকে পড়েন পেসার এবাদত হোসেন। তার জায়গায় বদলি হিসেবে নেওয়া হয় তানজিম সাকিবকে।

এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে সুযোগ পেয়ে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। ব্যাট হাতে করেন অপরাজিত ১৪ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেও ভালো বোলিং করেন এই পেসার। বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার আগে উইকেট না পেলেও ৫.৪ ওভার বল করে ২৫ রান দেন।

উল্লেখ্য, নিজের পারফরম্যান্স ছাড়াও পুরোনো কিছু ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় তানজিম সাকিব। নারীদের নিয়ে সেসব পোস্টে নেতিবাচক মন্তব্যের জেরে শেষমেশ ক্ষমাও চেয়েছেন।

তবে সমর্থকদের অনেকেরই সমর্থন পাচ্ছেন এ পেসার। প্রথম ওয়ানডেতে ঘরের মাঠে ‘সাকিব সাকিব’ স্লোগান ছিল চোখে পড়ার মতো।