ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ

একসঙ্গে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ১৩ শিক্ষার্থী

নওরোজ অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / ১৩৪ Time View

টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও রেকর্ড করেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ওই প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেছে, এ পর্যন্ত ১৩জন বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল গত রোববার (১৯ জানুয়ারি) ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী মেডিকেল ভর্তি পরীক্ষায় টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। যারা ভর্তির সুযোগ পেয়েছেন, তারা হলেন- ১) সাহিয়া ইসলাম সারা -ঢাকা মেডিকেল কলেজ, ২) মুনতাসির মাহমুদ চৌধুরী-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ৩) সোনালী অদ্রি-শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, ৪) সিরাজুম মুনিরা কলি- শেরেবাংলা মেডিকেল কলেজ, ৫) মুরশিদা রহমান-জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ৬) নুসরাত জাহান-দিনাজপুর মেডিকেল কলেজ, ৭) আফিয়া আহমেদ জাহিন-টাঙ্গাইল মেডিকেল কলেজ, ৮) শিপন চন্দ্র বর্মন-শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, ৯) অরিন ইসলাম ঐশী- টাঙ্গাইল মেডিকেল কলেজ, ১০) সুরাইয়া আক্তার মীম- ফরিদপুর মেডিকেল কলেজ, ১১) ফারিয়া জামাল সপ্না-নেত্রকোনা মেডিকেল কলেজ, ১২) তানজিলা আক্তার-সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও ১৩) সাবিকুন্নাহার মিম-পাবনা মেডিকেল কলেজ।

অধ্যক্ষ মো. মনিরুজ্জামান জানান, এ বছর ১৩ জন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। প্রতি বছর উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু মেডিকেল কলেজই নয়, রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাচ্ছে।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধান এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পাঠদান করা হয়। যার ফলস্বরূপ প্রতিবছরই শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য বয়ে আনছে। এরই ধারাবাহিকতায় এবার ১৩ জন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। এটি আমাদের জন্য গর্বের। সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। মূলতঃ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে। রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

উল্লেখ্য, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় পাস করেন ৬০ হাজার ৯৫ জন। পাসের হার ছিল ৪৫ দশমিক ৬২ শতাংশ। ছেলে ২২ হাজার ১৫৯ জন, মেয়ে ৩৭ হাজার ৯৩৬ জন। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৭৫।

Please Share This Post in Your Social Media

টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ

একসঙ্গে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ১৩ শিক্ষার্থী

নওরোজ অনলাইন ডেস্ক
Update Time : ০৪:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও রেকর্ড করেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ওই প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেছে, এ পর্যন্ত ১৩জন বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল গত রোববার (১৯ জানুয়ারি) ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী মেডিকেল ভর্তি পরীক্ষায় টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। যারা ভর্তির সুযোগ পেয়েছেন, তারা হলেন- ১) সাহিয়া ইসলাম সারা -ঢাকা মেডিকেল কলেজ, ২) মুনতাসির মাহমুদ চৌধুরী-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ৩) সোনালী অদ্রি-শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, ৪) সিরাজুম মুনিরা কলি- শেরেবাংলা মেডিকেল কলেজ, ৫) মুরশিদা রহমান-জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ৬) নুসরাত জাহান-দিনাজপুর মেডিকেল কলেজ, ৭) আফিয়া আহমেদ জাহিন-টাঙ্গাইল মেডিকেল কলেজ, ৮) শিপন চন্দ্র বর্মন-শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, ৯) অরিন ইসলাম ঐশী- টাঙ্গাইল মেডিকেল কলেজ, ১০) সুরাইয়া আক্তার মীম- ফরিদপুর মেডিকেল কলেজ, ১১) ফারিয়া জামাল সপ্না-নেত্রকোনা মেডিকেল কলেজ, ১২) তানজিলা আক্তার-সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও ১৩) সাবিকুন্নাহার মিম-পাবনা মেডিকেল কলেজ।

অধ্যক্ষ মো. মনিরুজ্জামান জানান, এ বছর ১৩ জন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। প্রতি বছর উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু মেডিকেল কলেজই নয়, রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাচ্ছে।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধান এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পাঠদান করা হয়। যার ফলস্বরূপ প্রতিবছরই শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য বয়ে আনছে। এরই ধারাবাহিকতায় এবার ১৩ জন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। এটি আমাদের জন্য গর্বের। সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। মূলতঃ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে। রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

উল্লেখ্য, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় পাস করেন ৬০ হাজার ৯৫ জন। পাসের হার ছিল ৪৫ দশমিক ৬২ শতাংশ। ছেলে ২২ হাজার ১৫৯ জন, মেয়ে ৩৭ হাজার ৯৩৬ জন। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৭৫।