ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
লোহাগাড়ায় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ ডাকাত দম্পতি আটক শাহজাহান চৌধুরীর সাথে স্বাক্ষাৎ করলেন বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর জুলি ভারবার্গ রংপুরে ৫টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা টাঙ্গাইল শহরের প্রবেশ দ্বারে ময়লার ভাগার, দূর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মহিলারা সবচাইতে ভালো থাকবে পুলিশের চেকপোস্টে পিস্তল-গুলি ফেলে পালাল সন্ত্রাসী রিফিউজি জীবন চাই না, নিজভূমিতে ফিরতে চাই উখিয়ায় ‘ডেভিল হান্ট’ অভিযান: আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার নিজ দলের লোকই বিএনপির কাছে নিরাপদ নয় – ফজলুল করিম বেরোবি শিক্ষক মাহামুদুল হকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এই সরকারের সময়ে দেশ শ্মশানে পরিণত হয়েছে: জিএম কাদের

স্টাফ রিপোর্টার
  • Update Time : ১২:৩৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / ২৬১ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘বাংলাদেশ বর্তমানে ভয়ানক অবস্থায় রয়েছে। সরকারের কাছে বিদেশি মুদ্রা নেই। এই সরকার অনেক ঋণগ্রস্ত। ব্যাংকগুলো খালি, মুদ্রাস্ফীতি হচ্ছে। লাখ লাখ টাকা বিদেশে পাচার করা হচ্ছে। যে বিশ্বব্যাংক এক সময় সরকারের কাছে খারাপ ছিলো, তাদেরই দ্বারস্থ হচ্ছে সরকার।

রোববার মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের জুবলি সড়কে এই সম্মেলনের আয়োজন করে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।

জাপা চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে এসে দেশ শ্মশানে পরিণত হয়েছে। একের পর এক মেগা প্রজেক্ট নেয়া হচ্ছে চুরি করার জন্য। বিদ্যুৎ না থাকায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে।

‘বাংলাদেশের কোনো মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলো না। স্বাধীনতার বিপক্ষে কিছু লোক ছিলো। আর বর্তমানে করা বীর মুক্তিযোদ্ধার তালিকায় এমন অনেকের নাম রয়েছে যারা যুদ্ধ করেননি।’

ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. জানে আলম হাওলাদার।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল ইসলাম জহির, মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা এ এফ এম আরিফউজ্জামান দিদার, হাবিবুর রহমান সেলিম, মোনায়েম হোসেন ভুঁইয়া, আওলাদ হোসেন, জহিরুল ইসলাম নাঈম ঢালী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই সরকারের সময়ে দেশ শ্মশানে পরিণত হয়েছে: জিএম কাদের

স্টাফ রিপোর্টার
Update Time : ১২:৩৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘বাংলাদেশ বর্তমানে ভয়ানক অবস্থায় রয়েছে। সরকারের কাছে বিদেশি মুদ্রা নেই। এই সরকার অনেক ঋণগ্রস্ত। ব্যাংকগুলো খালি, মুদ্রাস্ফীতি হচ্ছে। লাখ লাখ টাকা বিদেশে পাচার করা হচ্ছে। যে বিশ্বব্যাংক এক সময় সরকারের কাছে খারাপ ছিলো, তাদেরই দ্বারস্থ হচ্ছে সরকার।

রোববার মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের জুবলি সড়কে এই সম্মেলনের আয়োজন করে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।

জাপা চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে এসে দেশ শ্মশানে পরিণত হয়েছে। একের পর এক মেগা প্রজেক্ট নেয়া হচ্ছে চুরি করার জন্য। বিদ্যুৎ না থাকায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে।

‘বাংলাদেশের কোনো মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলো না। স্বাধীনতার বিপক্ষে কিছু লোক ছিলো। আর বর্তমানে করা বীর মুক্তিযোদ্ধার তালিকায় এমন অনেকের নাম রয়েছে যারা যুদ্ধ করেননি।’

ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. জানে আলম হাওলাদার।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল ইসলাম জহির, মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা এ এফ এম আরিফউজ্জামান দিদার, হাবিবুর রহমান সেলিম, মোনায়েম হোসেন ভুঁইয়া, আওলাদ হোসেন, জহিরুল ইসলাম নাঈম ঢালী প্রমুখ।