উপকূলে সুপেয় পানির অধিকার সচেতনতায় “পানির কথা” অনুষ্ঠিত

- Update Time : ০৫:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ৯৯ Time View
উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুপেয় পানির অধিকার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান “পানির কথা” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকাল ৫ ঘটিকায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাদদেশে অবস্থিত মথুরাপুর গ্রামে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির অধিকার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় অর্ধ-শতাধিক নারী ও যুবরা অংশ নেয় ।
সভায় বক্তারা বলেন এই পানির জন্য আমরা জীবনে নানা ধরনের চ্যালেঞ্জের স্বীকার হচ্ছি। কখনো জরায়ু কেটে ফেলা, মাথা ভর্তি চুল পড়ে যাওয়া, ৫-৭ মাইল পথ বেয়ে পানি আনতে যাওয়ার পথে বৃহৎ সময় কর্ম ঘন্টা নষ্ট হওয়া,টাকা দিয়ে পানি ক্রয়,পানি আনতে যেয়ে বাসায় রেখে যাওয়া সন্তান পানিতে ডুবে মারা যাওয়া সহ নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন বক্তারা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম , উপকূল কন্যা অর্পিতা মন্ডল, হালিমা খাতুন প্রমূখ।