উখিয়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু’র মরদেহ উদ্ধার

- Update Time : ০৩:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / ২৩৭ Time View
উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে নিখোঁজ এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০ টারদিকে সোনারপাড়ার রেজুখালের মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয়।এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক দূর্জয় সরকার।
তিনি বলেন, নিহত শিশু শফর আলী (১২) বালুখালীর ক্যাম্প-৯’র সি-১৫ ব্লকের রুহুল আমিনের ছেলে।
নিহত শিশুর পরিবার বলছেন,সোমবার সকালে বন্ধুদের সাথে ইনানী বীচে ঘুরতে যায় শফর আলী, সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসলের সময় সাগরে ভেসে যায় সে।
স্থানীয় বাসিন্দারা ও তাঁর পরিবারের সদস্যরা মিলে সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পায়নি।গত সোমবার সকাল ১০ টার দিকে সোনারপাড়ার রেজু মোহনায় তাঁর মরদেহ ভেসে আসে।
এদিকে নিহত শিশুর মা আনোয়ারা বেগম জানান, সৈকতে ঘুরতে যাবে বলে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয় শিশু শফর আলী, পরে বন্ধুদের মাধ্যমে খবর পায় সে গোসল করতে গিয়ে সাগরে ভেসে গেছে, এরপর তাঁকে খুঁজে কোথাও না পেয়ে দিশেহারা হয়ে যায় মা, সকালেই খবর আসে তার মরদেহ ভেসে আসার, এরপর পরিবার ও পুলিশের সদস্যরা মিলে লাশ উদ্ধার করে।