ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা রিজেন্সি’র বর্ণাঢ্য আয়োজন
- Update Time : ০৪:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ৩৯৪ Time View
রমজানের রোজার শেষেই ঈদের খুশি! দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আকাশের এক কোণে বাঁকা চাঁদের হাসি এনে দেয় খুশির জোয়ার। ধর্মপ্রাণ মুসলিমদের অন্যতম বড় উৎসব ইদ-উল-ফিতর! সেই উৎসব কে বরণ করতে ও উৎসব প্রেমী মানুষের ঈদ এর খুশিকে আরও মধুময় করে তুলতে এবং রঙিন করতে অতিথিদের জন্য আকর্ষনীয় অফার নিয়ে এসেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট !
ঈদ উদযাপনের এই আয়োজনে থাকছে ঢাকা রিজেন্সি-র জনপ্রিয় রেস্টুরেন্ট গ্রান্ডিওস-এ আকর্ষণীয় মূল্যে চমকপ্রদ অফারসহ ব্যুফে ডিনার উপভোগ করার সুযোগ। ব্যুফে ডিনারের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪৪৪৪ টাকা ; সাথে সিলেক্টিভ ব্যাংক কার্ডে , জিপি স্টার -এ এবং লয়াল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব এর মেম্বারদের জন্য থাকছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার !
শুধু তাই নয়, রয়েছে ঢাকা-কক্সবাজার-ঢাকা ও ঢাকা-সিলেট-ঢাকা কাপল এয়ার টিকেট, জনপ্রিয় ব্র্যান্ডের শপিং ভাউচার, কক্সবাজার ও সিলেটের বিলাসবহুল হোটেলে ছুটি কাটানো এবং আরও অনেক অনেক উপহার জেতার সুযোগ।
ঈদের ছুটিকে যারা একটু বিশেষভাবে বিশেষ কোনো জায়গায় উদযাপন করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে ঢাকা রিজেন্সির স্পেশাল রুম প্যাকেজ মাত্র ১২৫৫৫ টাকায়, সাথে ব্যুফে ব্রেকফাস্ট ও ব্যুফে ডিনারের ব্যবস্থা!
রুম ও ব্যুফে ডিনার ছাড়াও ঢাকা রিজেন্সি দিচ্ছে জুভেনেক্স স্পা-তে ২০% ডিসকাউন্ট, পিজ্জা ও বার্গার-এ ৩০% ডিসকাউন্ট , সেলুন-এ (হেয়ার কাট, ফেসিয়াল ইত্যাদিতে) ২০% ডিসকাউন্ট সহ আরও অনেক কিছু!!
লয়াল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বাররা বিভিন্ন আউটলেট-এ অফারের ক্ষেত্রে পাবেন অগ্রাধিকার। অফারগুলো শুরু হবে ২২ এপ্রিল ২০২৩ থেকে এবং চলবে ২৮ এপ্রিল ২০২৩ পর্যন্ত!!
বিস্তারিত জানতে যোগাযোগ 01713332661 নম্বরে অথবা ভিজিট করুনঃ https://www.facebook.com/dhakaregencyhotel/– এ ।