ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ মণ্ডল কারাগারে কিশোরগঞ্জে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান পূর্ণবহালের প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে জাল ডলার বিক্রি চক্রের ৬ সদস্য আটক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ জামালপুরে করোনায় এক চিকিৎসক আক্রান্ত ভাঙা নয়,মূল নকশায় ফিরছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘বিতর্কিত’ ভাস্কর্য ‘অঞ্জলি লহ মোর’ ভাড়া নিয়ে বিতন্ডায় প্রাণ গেলা অটোচালকের ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটালো যাত্রীর গাইবান্ধায় প্রকাশ্যে স্টেশনমাস্টারকে মারধর যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

ঈদুল আযহায় কুবি ছাত্রশিবিরের ১০৬ খাসি ও তিন গরু কোরবানি

কুবি প্রতিনিধি
  • Update Time : ১০:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / ৩৬৭ Time View

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তাকর্মী, আশেপাশের দরিদ্র পরিবার ও মুসল্লীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। প্রথমবারের মতো প্রকাশ্যে ১০৬টি খাসি ও তিনটি গরু কোরবানি দেয় সংগঠনটি।

শনিবার (৭ই জুন) বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তাকর্মী, আশেপাশের দরিদ্র পরিবার ও মুসল্লীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ সংগঠনটির। এরই অংশ হিসেবে ১০৬ টি খাসি ও তিনটি গরু কোরবানি দেওয়া হয়। প্রতি খাসির দাম গড়ে ৯ হাজার ৫০০ টাকা করে প্রায় সাড়ে নয় লাখ খরচ হয়েছে। যা তুর্কি সংস্থা ‘পিচ এন্ড চ্যারিটি অ্যাসোসিয়েশন’ পুরোটা অনুদান হিসেবে দিয়েছে। এছাড়া, গরু তিনটির দাম ২ লাখ ৭৫ হাজার টাকা, যা পুরোটা সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার নিজস্ব অর্থায়নে কেনা।

আরও জানা যায়, কোরবানির পুরো কার্যক্রমটি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আনসার ক্যাম্পের পেছনের একটি খোলা মাঠে সম্পন্ন হয়, সেখানে একসাথে সবগুলো খাসি কোরবানি দেওয়া হয়। ঈদের দিন ক্যাম্পাসে থাকা শিক্ষার্থী, নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য এবং কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজে অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করে সংগঠনটি। পাশাপাশি, প্রতিটি খাসির মাংস চার ভাগ করে ক্যাম্পাসসংলগ্ন দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ‘আমরা প্রতিবছরই এই কোরবানি দিয়ে আসছি। তবে এবারই প্রকাশ্যে দেওয়া হয়েছে। গত ফ্যাসিবাদী আমলে দেশের পরিবেশ পরিস্থিতির কারণে প্রকাশ্যে দিতে পারিনি।’

Please Share This Post in Your Social Media

ঈদুল আযহায় কুবি ছাত্রশিবিরের ১০৬ খাসি ও তিন গরু কোরবানি

কুবি প্রতিনিধি
Update Time : ১০:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তাকর্মী, আশেপাশের দরিদ্র পরিবার ও মুসল্লীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। প্রথমবারের মতো প্রকাশ্যে ১০৬টি খাসি ও তিনটি গরু কোরবানি দেয় সংগঠনটি।

শনিবার (৭ই জুন) বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তাকর্মী, আশেপাশের দরিদ্র পরিবার ও মুসল্লীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ সংগঠনটির। এরই অংশ হিসেবে ১০৬ টি খাসি ও তিনটি গরু কোরবানি দেওয়া হয়। প্রতি খাসির দাম গড়ে ৯ হাজার ৫০০ টাকা করে প্রায় সাড়ে নয় লাখ খরচ হয়েছে। যা তুর্কি সংস্থা ‘পিচ এন্ড চ্যারিটি অ্যাসোসিয়েশন’ পুরোটা অনুদান হিসেবে দিয়েছে। এছাড়া, গরু তিনটির দাম ২ লাখ ৭৫ হাজার টাকা, যা পুরোটা সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার নিজস্ব অর্থায়নে কেনা।

আরও জানা যায়, কোরবানির পুরো কার্যক্রমটি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আনসার ক্যাম্পের পেছনের একটি খোলা মাঠে সম্পন্ন হয়, সেখানে একসাথে সবগুলো খাসি কোরবানি দেওয়া হয়। ঈদের দিন ক্যাম্পাসে থাকা শিক্ষার্থী, নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য এবং কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজে অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করে সংগঠনটি। পাশাপাশি, প্রতিটি খাসির মাংস চার ভাগ করে ক্যাম্পাসসংলগ্ন দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ‘আমরা প্রতিবছরই এই কোরবানি দিয়ে আসছি। তবে এবারই প্রকাশ্যে দেওয়া হয়েছে। গত ফ্যাসিবাদী আমলে দেশের পরিবেশ পরিস্থিতির কারণে প্রকাশ্যে দিতে পারিনি।’