ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স হামলার ঘটনায় টঙ্গীতে মানববন্ধন

- Update Time : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ১২৯ Time View
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
টঙ্গীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে টঙ্গী ও গাজীপুর জেলার সাংবাদিকসহ টঙ্গী সরকারি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়, উত্তরা হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র টঙ্গী প্রতিনিধি মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সাংবাদিক মোহাম্মদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাচারের টঙ্গী প্রতিনিধি বি এম আশিক হাসান, দৈনিক যুগান্তরের টঙ্গী পূর্ব থানা প্রতিনিধি লুৎফুজ্জামান লিটন, বাংলা টিভির টঙ্গী প্রতিনিধি তাওহিদ কবির, দৈনিক আজকের পত্রিকার টঙ্গী প্রতিনিধি নাঈমুল হাসান, দৈনিক সমকালের টঙ্গী প্রতিনিধি আবু সালেহ মুছা, দৈনিক বাংলাদেশ বিজনেসের টঙ্গী প্রতিনিধি কালিমুল্লাহ ইকবাল, নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, যমুনা টিভির জেলা প্রতিনিধি পলাশ প্রধান, দৈনিক যুগান্তরের টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি মো. জাকির হোসেন, দৈনিক জবাব দিহির টঙ্গী প্রতিনিধি ম‚ণাল চৌধুরী সৈকত, দৈনিক প্রথম ভোরের টঙ্গী প্রতিনিধি হাজী মনির, গাজী টিভির নগর প্রতিনিধি সাব্বির আহম্মেদ স‚বির, বাংলাদেশ খবরের টঙ্গী প্রতিনিধি মোহাম্মদ আলী ভ‚ইয়া, দৈনিক কালের কণ্ঠের নগর প্রতিনিধি রিপন আনসারী।
কর্মসূচিতে অন্যান্য সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদের টঙ্গী প্রতিনিধি শাহজালাল, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার কাজী আশরাফুল আলম, দৈনিক রুপবানির জাহিদ হাসান, ঢাকা ক্রাইমের পাবেল, দৈনিক দেশবাংলার স্টাফ রিপোর্টার নাদিম খান, দৈনিক সংবাদ মোহনার তাওহিদুল ইসলাম, ঢাকা টাইমসের মো. রাজীব, দৈনিক দেশ বর্তমানের লিটন মিয়া, দৈনিক বর্তমানের মোস্তাকিন খান, যুগান্তরের আনোয়ার মাস্টার, আওলাদ হোসন, হানিফ ঢালি শিক্ষার্থী মো. ফাহিম ও আদর প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়