ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদায় ডেঙ্গুরোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা
- Update Time : ০৪:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৩৩০ Time View
শনিবার (৭ অক্টোবর) ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা ও সঠিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
পাশাপাশি বেলা দুইটায় সর্বাধুনিক জার্মানি প্রযুক্তির সিটি স্ক্যান মেসিন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ কাজী শহিদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএফ হাসপাতাল কমিটির চেয়ারম্যান মোঃ কামরুল হাসান ও ডা: নিগার শহিদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইবিএফ-এর জি.এম মোঃ আবুল কালাম, ট্রেনিং কো-অর্ডিনেটর ডা: মোজাম্মেল হোসেন খান, এজিএম ও হাসপাতাল বিভাগের ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দীন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল এর সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ আমির হোসেন।
সভাপতিত্ব করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ আবু ইউসুফ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ শেখ হিজারুল ইসলাম।
এছাড়া হাসপাতালের আর.এম.ও, মেডিকেল অফিসারবৃন্দ ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক চিকিৎসা ও পরিস্কার পরিচ্ছন্ন জীবন যাপনের গুরুত্বারোপ করেন।


































































































































































































