ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের সব শেয়ার বিক্রির ঘোষণা
- Update Time : ১১:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৫৭ Time View
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জুবায়দুর রহমান তার হাতে থাকা সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা ঘোষণায় তিনি জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে পাবলিক মার্কেটে মোট ১ লাখ ৪৯ হাজার শেয়ার বিক্রি করবেন।
ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমাপনী দর ছিল ৪২ টাকা ৮০ পয়সা। এ হিসাবে বিক্রির মোট অঙ্ক দাঁড়াবে প্রায় ৬৪ লাখ টাকা। সেদিন ব্যাংকের শেয়ারের দর ০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে সমাপনী দর দাঁড়ায় ৪২ টাকা ৮০ পয়সায়।
ব্যাংকের শেয়ার বিভাগের এক কর্মকর্তা জানান, জুবায়দুর রহমান এক দশকেরও বেশি আগে এসব শেয়ার কিনেছিলেন। তবে নথিপত্রে অসঙ্গতির কারণে তা আগের রিপোর্টে অন্তর্ভুক্ত হয়নি। পরবর্তী সময়ে বিষয়টি সমাধান হওয়ায় জুলাই মাসের শেয়ারহোল্ডিং রিপোর্টে তার নামে শেয়ারগুলো প্রদর্শিত হয়।
ব্যাংকটির খেলাপি ঋণের হারও রেকর্ড পরিমাণে বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে, যা ২০২৩ সালে ছিল মাত্র ৩ শতাংশ। এর ফলে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনে ঘাটতি দাঁড়িয়েছে ৬৯ হাজার ৭৭০ কোটি টাকা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়












































































































































































































