ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মা আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি
  • Update Time : ০৯:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / ২২৩ Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সিন্ডিকেটে সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ, হল ছাড়তে নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান, তবে শিক্ষার্থীরা হল ছাড়তে নারাজ এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

আজ বুধবার ১১টায় উপাচার্যের বাংলোয় উপাচার্যের বাংলোয় এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়

তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে তিনি জানান। তিনি আরো বলেন, আজ বিকেল ১টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ছাত্রদের যাতায়াতের জন্য ঝিনাইদহ ও কুষ্টিয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে বাসের ব্যবস্থা করা হবে। ছাত্রীদের জন্যও একই ব্যবস্থা থাকবে।

এদিকে বেলা তিনটা থেকে শিক্ষকদের সিদ্ধান্তের প্রতিবাদে এবং সারাদেশে কোঠা সংস্কার আন্দোলনকারীদের উপরে পুলিশ ও ছাত্রলীগের দমনপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন এবং কোঠা সংস্কারের নানা ধরনের স্লোগান দিতে থাকেন, “আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব দে “।

তবে হল বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান এর সাথে মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ধরেননি।

প্রসঙ্গত গতকাল মঙ্গলবার রাতে ইউজিসি এক অফিস আদেশে জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তার পর থেকে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকদের কর্মবিরতির অবসান ঘটিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেন আন্দোলনরত শিক্ষকরা।

Please Share This Post in Your Social Media

ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি
Update Time : ০৯:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সিন্ডিকেটে সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ, হল ছাড়তে নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান, তবে শিক্ষার্থীরা হল ছাড়তে নারাজ এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

আজ বুধবার ১১টায় উপাচার্যের বাংলোয় উপাচার্যের বাংলোয় এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়

তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে তিনি জানান। তিনি আরো বলেন, আজ বিকেল ১টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ছাত্রদের যাতায়াতের জন্য ঝিনাইদহ ও কুষ্টিয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে বাসের ব্যবস্থা করা হবে। ছাত্রীদের জন্যও একই ব্যবস্থা থাকবে।

এদিকে বেলা তিনটা থেকে শিক্ষকদের সিদ্ধান্তের প্রতিবাদে এবং সারাদেশে কোঠা সংস্কার আন্দোলনকারীদের উপরে পুলিশ ও ছাত্রলীগের দমনপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন এবং কোঠা সংস্কারের নানা ধরনের স্লোগান দিতে থাকেন, “আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব দে “।

তবে হল বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান এর সাথে মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ধরেননি।

প্রসঙ্গত গতকাল মঙ্গলবার রাতে ইউজিসি এক অফিস আদেশে জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তার পর থেকে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকদের কর্মবিরতির অবসান ঘটিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেন আন্দোলনরত শিক্ষকরা।