ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা
- Update Time : ০৪:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ২৮ Time View
ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে শক্তিশালী রকেট হামলা চালিয়েছে লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার (২ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
জানা গেছে, শনিবার হিজবুল্লাহ ১৩০টি রকেট ও ১০ ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এতে অন্তত ১৯ জন আহত হয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা তেল আবিবের উপকণ্ঠে গ্লিলট সামরিক ঘাঁটি লক্ষ্য করে বহু সংখ্যক রকেট নিক্ষেপ করেছে। গ্লিলট সামরিক ঘাঁটিটি ইসরায়েলের অন্যতম প্রধান গোয়েন্দা অবকাঠামো এবং এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিট ৮২০০-এর আবাসস্থল। এই ইউনিটটি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করে থাকে।
গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।
নওরোজ/এসএইচ