ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট

- Update Time : ১১:২৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ১৩৮ Time View
দখলদার ইসরায়েলের সঙ্গে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক গড়তে রাজি আছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। বুধবার (১৪ মে) সৌদি থেকে কাতার যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের এমন কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, “আমি সারাকে বলেছি, আপনারা যখন প্রস্তুত থাকবেন তখন আব্রাহাম চুক্তিতে যোগ দেবেন। সারা হ্যাঁ বলেছেন। তবে তাদের অনেক কাজ করতে হবে।”
২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় দখলদার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় তার দপ্তর থেকে সরাসরি ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছিলেন। তিনি এখন সৌদি আরব, সিরিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছেন।
এদিকে আহমেদ আল সারার সঙ্গে আজ বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সারার সম্পর্কে জিজ্ঞেস করলে ট্রাম্প বলেন, “তিনি তরুণ, আকর্ষণীয় ব্যক্তি, শক্তিশালী অতীত তার, খুবই শক্তিশালী, তিনি যোদ্ধা।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ট্রাম্প ও সারার বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিততে ট্রাম্প এবং সারার মধ্যে বৈঠক হয়। যা দীর্ঘ ৩৩ মিনিট স্থায়ী ছিল। এরআগে গতকাল সবাইকে চমকে দিয়ে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন ট্রাম্প।
ট্রাম্প ও সারার বৈঠকের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠক হলো। যেটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক ইমরান খান সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে জানিয়েছেন, ট্রাম্প সারাকে বলেছেন সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল যেন ফিরে আসতে না পারে সেজন্য তাদের যেন সহায়তা করা হয়। জবাবে সারা বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং রাসায়নিক অস্ত্র ধ্বংসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই নীতি অবলম্বন করে সিরিয়া।
এই সময় ট্রাম্প সারাকে আহ্বান জানান, সিরিয়া থেকে যেন ফিলিস্তিনি যোদ্ধাদের তিনি বের করে দেন। এছাড়া সব বিদেশি ‘সন্ত্রাসী’কেও নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়