ব্রেকিং নিউজঃ
ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬১০, আহত প্রায় ৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
- Update Time : ১২:২১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ২৬১ Time View
টানা ১২ দিনের ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা অন্তত ৬১০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৪ হাজার ৭৪৬ জন। মঙ্গলবার (২৪ জুন) এসব তথ্য জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সংস্থাটির মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, আহতদের মধ্যে ৯৭১ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৬৮৭ জনের অস্ত্রোপচার করতে হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছে ১৩ শিশু, যাদের মধ্যে সবচেয়ে ছোটজনের মাত্র দুই মাস। এছাড়া ৪৯ জন নারী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন ছিলেন অন্তঃসত্ত্বা।
কেরমানপুর আরও জানান, ইসরায়েলি হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সাতটি হাসপাতাল, ছয়টি জরুরি সেবাকেন্দ্র, চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স।
সূত্র: আল-জাজিরা