ইসরাইলের ধ্বংস খুবই সন্নিকটে, ইরানি প্রেসিডেন্টের হুশিয়ারি

- Update Time : ১১:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ১৭২ Time View
ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ইসরাইলকে হুশিয়ারি দিয়ে বলেছেন, যেসব লক্ষণ দেখা যাচ্ছে, তাতে খুব শিগগির ইসরাইলের পতন হতে পারে।
বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের কয়েকজন নেতা, সামরিক শাখার কমান্ডার এবং বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট রাইসি বলেন, পুরো মুসলিম বিশ্ব ইসরাইলের পতন, পবিত্র আল কুদসের মুক্তি এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে প্রতিরোধ যোদ্ধাদের হাতে, আলোচনার টেবিলে নয়। যেসব লক্ষণ দেখা যাচ্ছে, তাতে আমরা বিশ্বাস করি ইসরাইলের পতন অতি নিকটে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের ইচ্ছাশক্তির ওপর ভিত্তি করেই ফিলিস্তিন ভূখণ্ডের সার্বভৌমত্ব নির্ধারিত হবে। পশ্চিমারা যদি গণতন্ত্র চায়, তা হলে ফিলিস্তিনি জনগণের ভোটকে স্বীকৃতি দিতে হবে এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।
সূত্র: প্রেসটিভি
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়