ইসরাইলের দ্বিতীয় দফা হামলায় লন্ডভন্ড ইয়েমেনের বিমানবন্দর, নিহত ৩

- Update Time : ০৪:২৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ১৪ Time View
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ইয়েমেনে দ্বিতীয় দফায় হামলা চালাল ইসরাইল। এবারের হামলায় লন্ডভন্ড হয়ে গেছে ইয়েমেনের সানা বিমানবন্দর। হুথি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, এ হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৮ জন।
সম্প্রতি ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুথিদের আঘাত হানার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেলআবিব। এএফপি
হামলার পর সানা শহরের আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিদ্রোহী হুথিদের বরাতে জানা গেছে, বিমানবন্দর ছাড়াও রাজধানী সানা ও হুদায়দাহ শহরের তিনটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল। যার ফলে শহর দুটিতে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বিমান হামলায় সানার বিমানবন্দর সম্পূর্ণভাবে অকার্যকর করে ফেলা হয়েছে। হামলায় বিমানবন্দরের রানওয়ে, বিমান ও অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
এর আগে ডিসেম্বর মাসে সানা বিমানবন্দরে ইসরাইলি হামলায় ছয়জন নিহত হয়েছিল বলে জানিয়েছিল হুথি সংশ্লিষ্ট গণমাধ্যম।
রোববার হুথি বিদ্রোহীদের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটায়। এতে একটি বড় গর্ত সৃষ্টি হয় এবং ছয়জন আহত হয়। তার পরদিন সোমবার ইসরাইলের পাল্টা হামলায় হুদায়দার একটি সিমেন্ট কারখানাসহ বিভিন্ন স্থানে হামলায় চারজন নিহত ও ৩৫ জন আহত হন বলে জানিয়েছে হুথিরা।
মঙ্গলবারের হামলা প্রসঙ্গে ইসরাইলি সেনাবাহিনী জানায়, আমাদের যুদ্ধবিমান সানার মূল বিমানবন্দরে হুথি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে বিমানবন্দরটি পুরোপুরি অচল হয়ে পড়েছে।
ইসরাইল দাবি করেছে, সানা বিমানবন্দরটি অস্ত্র পরিবহন ও হুতি সদস্যদের চলাচলের জন্য একটি কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
হামলার ঠিক আগমুহূর্তে ইসরাইলি সেনাবাহিনী ইয়েমেনের সাধারণ মানুষদের বিমানবন্দর এলাকা ত্যাগ করার আহ্বান জানায়। সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আড্রাই এক্স-এ (সাবেক টুইটার) সতর্ক করে লেখেন, বিমানবন্দর না ছাড়লে আপনার জীবন ঝুঁকিতে পড়বে।