ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সাবেক চেয়ারম্যান শাহীনের সেকেন্ড ইন কমান্ড পাভেল মোল্লার দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ সাকিবকে নিয়ে ভিপি সাদিকের স্ট্যাটাস মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু, মালিকদের বিরুদ্ধে মামলা দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করা যায় – মনোয়ারা বেগম সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য – পরিবেশ উপদেষ্টা ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেবো না: ট্রাম্প শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মামলা, আদালতে খারিজ শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন সমীর ওয়াংখেড়ে

ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেবো না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১২:৫০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭০৬ Time View

বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরাইল-অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষণের আগে মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন, ইসরাইলকে তিনি কখনোই পশ্চিম তীর দখল করতে দেবেন না।

তিনি আরও বলেন, এটি কখনোই ঘটবে না। এ সময়, যথেষ্ট হয়ে গেছে, ইসরাইলের এখন থামার সময় হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। সোমবার নেতানিয়াহুর সাথে দেখা করার কথা আছে ট্রাম্পের।

ট্রাম্প বলেন, পশ্চিম তীর দখল কোনোভাবেই ঘটতে দেয়া হবে না। মূলত গাজায় যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরের দখলদারিত্ব রোধে আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এমন অবস্থান নিয়েছে।

তার আগে, গাজা চুক্তি ‘প্রায় কাছাকাছি’ বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, গাজা, হামাস ও ফিলিস্তিন নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।

পশ্চিমা বিশ্ব যেখানে একের পর এক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সেখানে ইসরাইলের ডানপন্থি সরকার পশ্চিম তীর দখলের পরিকল্পনা করছে। তাই ট্রাম্পের মন্তব্য তাদের মনে ব্যথা দিয়েছে।

যুক্তরাজ্য ও জার্মানি বলেছে, তারা ইসরাইলকে সংযুক্তির বিরুদ্ধে সতর্ক করেছে। জাতিসংঘের মহাসচিবও বলেছেন, এমন পদক্ষেপ ‘নৈতিক, আইনগত এবং রাজনৈতিকভাবে অসহনীয়’ হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দেখা করার কথা রয়েছে। এর আগে ট্রাম্প আরও জানান যে, গাজা চুক্তি ‘প্রায় কাছাকাছি’ চলে এসেছে। পশ্চিম তীর দখল বা সংযুক্ত করার বিষয়টি ইসরায়েলের উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সম্ভাবনা বন্ধ করার একটি উপায় হিসেবে দেখছে।

সম্প্রতি পশ্চিমা বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায়, গাজা যুদ্ধ এবং পশ্চিম তীর দখলের অবসান ঘটাতে ইসরায়েল এখন বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাপের সম্মুখীন।

Please Share This Post in Your Social Media

ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেবো না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১২:৫০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরাইল-অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষণের আগে মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন, ইসরাইলকে তিনি কখনোই পশ্চিম তীর দখল করতে দেবেন না।

তিনি আরও বলেন, এটি কখনোই ঘটবে না। এ সময়, যথেষ্ট হয়ে গেছে, ইসরাইলের এখন থামার সময় হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। সোমবার নেতানিয়াহুর সাথে দেখা করার কথা আছে ট্রাম্পের।

ট্রাম্প বলেন, পশ্চিম তীর দখল কোনোভাবেই ঘটতে দেয়া হবে না। মূলত গাজায় যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরের দখলদারিত্ব রোধে আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এমন অবস্থান নিয়েছে।

তার আগে, গাজা চুক্তি ‘প্রায় কাছাকাছি’ বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, গাজা, হামাস ও ফিলিস্তিন নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।

পশ্চিমা বিশ্ব যেখানে একের পর এক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সেখানে ইসরাইলের ডানপন্থি সরকার পশ্চিম তীর দখলের পরিকল্পনা করছে। তাই ট্রাম্পের মন্তব্য তাদের মনে ব্যথা দিয়েছে।

যুক্তরাজ্য ও জার্মানি বলেছে, তারা ইসরাইলকে সংযুক্তির বিরুদ্ধে সতর্ক করেছে। জাতিসংঘের মহাসচিবও বলেছেন, এমন পদক্ষেপ ‘নৈতিক, আইনগত এবং রাজনৈতিকভাবে অসহনীয়’ হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দেখা করার কথা রয়েছে। এর আগে ট্রাম্প আরও জানান যে, গাজা চুক্তি ‘প্রায় কাছাকাছি’ চলে এসেছে। পশ্চিম তীর দখল বা সংযুক্ত করার বিষয়টি ইসরায়েলের উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সম্ভাবনা বন্ধ করার একটি উপায় হিসেবে দেখছে।

সম্প্রতি পশ্চিমা বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায়, গাজা যুদ্ধ এবং পশ্চিম তীর দখলের অবসান ঘটাতে ইসরায়েল এখন বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাপের সম্মুখীন।