ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারেঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

মো.মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ১২:৫৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ২০ Time View

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের দু-একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবস কথা বলেন তিনি।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেন। অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না।

উপদেষ্টা আরো বলেন, আগস্টে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে। আরো হবে। সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকারের কাজ করছে। কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে। সারা দেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় যায় নিরীহ কেউ হয়রানি না হন সে জন্য আমরা একটি কমিটি করে দিবো। যারা ভুয়া মামলা করেন তাদের ধরিয়ে দিন।

এরআগে সন্ধ্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর কৃষি কর্মকর্তাদের বৈঠক করেন কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা এ উপদেষ্ঠা।

Please Share This Post in Your Social Media

ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারেঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

মো.মুহিবুর রহমান, সিলেট
Update Time : ১২:৫৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের দু-একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবস কথা বলেন তিনি।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেন। অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না।

উপদেষ্টা আরো বলেন, আগস্টে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে। আরো হবে। সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকারের কাজ করছে। কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে। সারা দেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় যায় নিরীহ কেউ হয়রানি না হন সে জন্য আমরা একটি কমিটি করে দিবো। যারা ভুয়া মামলা করেন তাদের ধরিয়ে দিন।

এরআগে সন্ধ্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর কৃষি কর্মকর্তাদের বৈঠক করেন কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা এ উপদেষ্ঠা।