ইরানে হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

- Update Time : ১০:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ৩৪৯ Time View
ইরানে মার্কিন ও ইজরায়েলী হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ মিছিলের শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে কেআর মার্কেটের সামনে গিয়ে একটি সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, “আজ যে আমেরিকা সারাবিশ্বে গনতন্ত্র ও শান্তি স্থাপনের ছবক দেয়, তারাই দেশে দেশে যুদ্ধ বাধিয়ে বেড়াচ্ছে। আমেরিকার প্রত্যক্ষ মদদে ইজরায়েল ইরানে হামলা চালিয়েছে, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, অর্ধ লক্ষাধিক নারী, শিশু সহ সাধারণ মানুষকে হত্যা করেছে”৷
বক্তারা আরও বলেন, “পুজিবাদের সর্বশেষ ক্ষয়িষ্ণু রূপ হলো মানবতাবিরোধী এই সাম্রাজ্যবাদ। আজ তাদের কাছে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। এর আগেও যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ইরাক, সিরিয়া, লেবাননে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে ওই দেশের খনিজ সম্পদ কুক্ষিগত করার ইতিহাস আমরা জানি। তাই আজ বিশ্ব মানবতাকে মুক্তি দিতে হলে এই মানবতাবিধ্বোংসী সাম্রাজ্যবাদী তৎপরতার বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে লড়াই করতে হবে। একই সাথে আমাদের দেশ ও জনগণকে দেশের বিরুদ্ধে যেকোন অপতৎপরতার বিরুদ্ধে একতাবদ্ধ সচেতন সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
এছাড়াও তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলী সাম্রাজ্যবাদ ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান।