ইমামের বিরুদ্ধে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

- Update Time : ০২:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১৬৫ Time View
ফরিদপুরের সদরপুরে আব্দুল আহাদ (৪৩) নামে এক মসজিদের ইমামের বিরুদ্ধে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুর ফুফা অভিযোগ করে বলেন, ইমাম আব্দুল আহাদ শিশুটিকে বাদাম খাওয়ানোর লোভ দেখিয়ে মসজিদের বারান্দায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। পরে শিশুর চিৎকার শুনে তার মা এসে তাকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি আব্দুল আহাদকে পুলিশের হাতে তুলে না দিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছেন।
শিশুটির দাদি বলেন, আমার চার বছরের নাতনি। তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুবই খারাপ। চিকিৎসা চলছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। অভিযুক্ত ইমামকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়