ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে খালাসি নিখোঁজ মেয়েকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেপ্তার মেঘনায় ১০ ট্রলার ডুবি: ৫ ট্রলারসহ এখনো নিখোঁজ ২৮ আবারও খুললো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট মাকসুরা নূর সহ সকল উর্ধতন কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন ফের চালু হচ্ছে বিমানের সিলেট-কক্সবাজার ফ্লাইট এক দফা দাবীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নার্সদের মানববন্ধন মাজার-ধর্মীয় স্থান রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ বসুন্ধরা গ্রুপ কর্তৃক স্থানীয় অধিবাসীদের উচ্ছেদ পাঁয়তারা বন্ধের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন বিএনপির ভিত্তি, আস্থা, সমর্থন জনগণের মাঝে: শাহজাহান

ইমরান খানের অডিও ক্লিপ ফাঁস, ৩ সদস্যের তদন্ত কমিশন গঠন

Reporter Name
  • Update Time : ১০:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / ১৭১ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ সম্প্রতি ফাঁস হওয়া অডিও ক্লিপগুলোর তদন্তের বিষয়ে ৩ সদস্যের একটি কমিশন গঠন করেছে দেশটির সরকার।

স্বাধীন বিচার বিভাগের ওপর এসব অডিও ক্লিপগুলোর খারাপ প্রভাব নিয়ে এক মাসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। খবর ডনের।

তদন্ত কমিশন আইন-২০১৭ এর ৩ নম্বর সেকশন অনুসারে সুপ্রিমকোর্টের বিচারপতি কাজি ফায়েজ ইসার নেতৃত্বে এ কমিশন গঠিত হয়েছে।

এ কমিশনে অন্য দুই বিচারপতি হলেন, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি অমর ফারুক ও বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি নাঈম আখতার।

এদিকে এ বিষয়ে এক টুইটবার্তায় ইমরান খান বলেন, দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ডকারীদের বিরুদ্ধে অতি শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। তিনি দাবি করেন, এ অডিও ক্লিপ ফাঁস করে সংবিধানের অনুচ্ছেদ ১৪ এর সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে।

প্রসঙ্গত, ফাঁস হওয়া ফোনকলে ইমরান খান মার্কিন আইনপ্রণেতা ম্যাক্সিন মুরের কাছে পিটিআইয়ের ওপর পাকিস্তান সরকারের চলমান নিপীড়নের বিষয়ে সহায়তা চেয়েছেন। সেইসঙ্গে পাকিস্তানে সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

ওই অডিও ক্লিপে শোনা যায়, মার্কিন আইনপ্রণেতাকে ইমরান খান বলছেন, বর্তমানে ইতিহাসের সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে গোটা পাকিস্তান। দেশজুড়ে সরকারি নির্যাতন ও দমন-পীড়নে অতিষ্ট জনগণ।

ইমরান খান বলেন, গুপ্তহত্যার শিকার হয়েছি আমি। আমার ওপর তিনটি বুলেট ছোঁড়া হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আমাদের সরকারকে হটিয়ে দিয়েছে। কারণ এ দেশে সেনাবাহিনী অনেক শক্তিশালী।

কামার জাভেদের বিরুদ্ধে আরও অভিযোগ করে ইমরান খান বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছেন তিনি (কামার জাভেদ বাজওয়া)।

ফোনে ম্যাক্সিনকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করে ইমরান বলেন, দেশের এ দুঃসময়ে আপনার মতো একজনের বিবৃতি খুবই গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

ইমরান খানের অডিও ক্লিপ ফাঁস, ৩ সদস্যের তদন্ত কমিশন গঠন

Reporter Name
Update Time : ১০:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ সম্প্রতি ফাঁস হওয়া অডিও ক্লিপগুলোর তদন্তের বিষয়ে ৩ সদস্যের একটি কমিশন গঠন করেছে দেশটির সরকার।

স্বাধীন বিচার বিভাগের ওপর এসব অডিও ক্লিপগুলোর খারাপ প্রভাব নিয়ে এক মাসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। খবর ডনের।

তদন্ত কমিশন আইন-২০১৭ এর ৩ নম্বর সেকশন অনুসারে সুপ্রিমকোর্টের বিচারপতি কাজি ফায়েজ ইসার নেতৃত্বে এ কমিশন গঠিত হয়েছে।

এ কমিশনে অন্য দুই বিচারপতি হলেন, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি অমর ফারুক ও বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি নাঈম আখতার।

এদিকে এ বিষয়ে এক টুইটবার্তায় ইমরান খান বলেন, দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ডকারীদের বিরুদ্ধে অতি শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। তিনি দাবি করেন, এ অডিও ক্লিপ ফাঁস করে সংবিধানের অনুচ্ছেদ ১৪ এর সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে।

প্রসঙ্গত, ফাঁস হওয়া ফোনকলে ইমরান খান মার্কিন আইনপ্রণেতা ম্যাক্সিন মুরের কাছে পিটিআইয়ের ওপর পাকিস্তান সরকারের চলমান নিপীড়নের বিষয়ে সহায়তা চেয়েছেন। সেইসঙ্গে পাকিস্তানে সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

ওই অডিও ক্লিপে শোনা যায়, মার্কিন আইনপ্রণেতাকে ইমরান খান বলছেন, বর্তমানে ইতিহাসের সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে গোটা পাকিস্তান। দেশজুড়ে সরকারি নির্যাতন ও দমন-পীড়নে অতিষ্ট জনগণ।

ইমরান খান বলেন, গুপ্তহত্যার শিকার হয়েছি আমি। আমার ওপর তিনটি বুলেট ছোঁড়া হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আমাদের সরকারকে হটিয়ে দিয়েছে। কারণ এ দেশে সেনাবাহিনী অনেক শক্তিশালী।

কামার জাভেদের বিরুদ্ধে আরও অভিযোগ করে ইমরান খান বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছেন তিনি (কামার জাভেদ বাজওয়া)।

ফোনে ম্যাক্সিনকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করে ইমরান বলেন, দেশের এ দুঃসময়ে আপনার মতো একজনের বিবৃতি খুবই গুরুত্বপূর্ণ।