।। হল-অনুষদ সম্মেলন ঈদের পর ।।
ইবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত, দ্রুত হতে পারে ঘোষণা

- Update Time : ০৩:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ২৭৫ Time View
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমোদন পেলেই কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এরমধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিটি প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের অনুমোদন পেলেই কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত নেতারা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করার পর পরই বিশ্ববিদ্যালয় শাখা অন্তর্ভুক্ত আবাসিক হল ও অনুষদ ভিত্তিক ছাত্রলীগের কমিটি দেওয়া হবে।বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে এসব কথা জানা যায়।
ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ জয় বলেন, ‘ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা রয়েছে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে। আমরা আমাদের সর্বোচ্চটুকু প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের কমিটি প্রস্তুত। আমরা কেন্দ্রের অনুমোদন পেলেই কমিটি ঘোষণা করব।’
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি এ বিষয়ে আমরা অবগত আছি। যাচাই বাছাই প্রক্রিয়া চলছে খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ঈদের পরে-আগে কমিটি দেওয়া হবে বিষয়টি এমন নয়, আমাদের যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হলেই কমিটি দেওয়া হবে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়