ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম নেতৃত্বে সাইফুল্লাহ – তাকী উল্লাহ

ইবি প্রতিনিধি
  • Update Time : ১১:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২৭ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আঞ্চলিক ছাত্রসংগঠন ‘বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম’-এর ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকী উল্লাহ মনোনীত করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সংগঠনের উপদেষ্টা মন্ডলের স্বাক্ষরিত এক পত্রে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটিকে অনুমোদন দেয়া হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে এক সাধারণ সভার মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নব্য কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আরমান তুহিন।

দায়িত্ব পাওয়ার পরে নবনিযুক্ত সভাপতি মো. সাইফুল্লাহ বলেন, “মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আমাকে এই পদের যোগ্য মনে করে দায়িত্ব দেওয়ায় সংগঠনের সম্মানিত উপদেষ্টামণ্ডলী ও সিনিয়র ভাইদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফোরামের সকল সদস্যের সহযোগিতা নিয়ে আগামীর কার্যক্রম সফলতার সাথে এগিয়ে নিতে আমি সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “ফোরামের সকল সদস্যের যেকোনো সমস্যা ও বিপদে সবসময় পাশে থেকে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখব। এছাড়াও সকল উপদেষ্টা ও শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরিতে কাজ করব। শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষামূলক সেমিনার, ক্যারিয়ার গঠন, শিক্ষাসফর এবং নেতৃত্ববোধ তৈরিসহ সকল প্রকার কার্যক্রম করার সর্বোচ্চ চেষ্টা করব। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামীর দায়িত্ব যেন ইনসাফের সাথে পালন করতে পারি, সেজন্য দোয়া কামনা করছি।”

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম ১৯৯৪ সালের দিকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের কল্যাণে সফলতার সাথে কাজ করে আসছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সকলে।

Tag :

Please Share This Post in Your Social Media

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম নেতৃত্বে সাইফুল্লাহ – তাকী উল্লাহ

ইবি প্রতিনিধি
Update Time : ১১:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আঞ্চলিক ছাত্রসংগঠন ‘বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম’-এর ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকী উল্লাহ মনোনীত করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সংগঠনের উপদেষ্টা মন্ডলের স্বাক্ষরিত এক পত্রে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটিকে অনুমোদন দেয়া হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে এক সাধারণ সভার মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নব্য কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আরমান তুহিন।

দায়িত্ব পাওয়ার পরে নবনিযুক্ত সভাপতি মো. সাইফুল্লাহ বলেন, “মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আমাকে এই পদের যোগ্য মনে করে দায়িত্ব দেওয়ায় সংগঠনের সম্মানিত উপদেষ্টামণ্ডলী ও সিনিয়র ভাইদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফোরামের সকল সদস্যের সহযোগিতা নিয়ে আগামীর কার্যক্রম সফলতার সাথে এগিয়ে নিতে আমি সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “ফোরামের সকল সদস্যের যেকোনো সমস্যা ও বিপদে সবসময় পাশে থেকে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখব। এছাড়াও সকল উপদেষ্টা ও শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরিতে কাজ করব। শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষামূলক সেমিনার, ক্যারিয়ার গঠন, শিক্ষাসফর এবং নেতৃত্ববোধ তৈরিসহ সকল প্রকার কার্যক্রম করার সর্বোচ্চ চেষ্টা করব। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামীর দায়িত্ব যেন ইনসাফের সাথে পালন করতে পারি, সেজন্য দোয়া কামনা করছি।”

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম ১৯৯৪ সালের দিকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের কল্যাণে সফলতার সাথে কাজ করে আসছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সকলে।