ইবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব হস্তান্তর
- Update Time : ০৮:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ২১ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের কার্যালয়ে সদ্য বিদায়ী ডিন এবং বর্তমানে ট্রেজারারের দায়িত্বে থাকা প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে নতুন ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলির কাছে দায়িত্ব অর্পণ করেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রোকসানা মিলির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান এবং প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সিনিয়র শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের প্রফেসর মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বলেন, “সামাজিক বিজ্ঞান অনুষদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অনুষদ। এর নেতৃত্ব ও দক্ষতা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে। ট্রেজারার হিসেবে এই অনুষদের সব ধরনের প্রয়োজনে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করছি।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়