ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

ইবিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

মোহাম্মদ হাছান, ইসলামী বিশ্ববিদ্যালয়
  • Update Time : ১১:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • / ১৯৬ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ নামাজ আদায় করা হয়। এতে কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

বিশেষ এ নামাজে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খান। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনা করেন।

এ সময় নামাজে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেনসহ কয়েক শতাধিক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

নামাজ পড়তে আসা ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সজিব বিশ্বাস বলেন , ‘সারাদেশ অসহনীয় গরম পড়েছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মানুষ ও পশুপাখিরা গরমে হাসফাস করছে। সেজন্য রাসুল (সা.) এর সুন্নত অনুযায়ী দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করলাম। বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খা নামাজের পর খুৎবা পাঠ শেষে মুনাজাতে কান্নারত অবস্থায় অনাবৃষ্টি ও তীব্র গরম থেকে মুক্ত পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

ইবিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

মোহাম্মদ হাছান, ইসলামী বিশ্ববিদ্যালয়
Update Time : ১১:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ নামাজ আদায় করা হয়। এতে কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

বিশেষ এ নামাজে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খান। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনা করেন।

এ সময় নামাজে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেনসহ কয়েক শতাধিক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

নামাজ পড়তে আসা ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সজিব বিশ্বাস বলেন , ‘সারাদেশ অসহনীয় গরম পড়েছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মানুষ ও পশুপাখিরা গরমে হাসফাস করছে। সেজন্য রাসুল (সা.) এর সুন্নত অনুযায়ী দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করলাম। বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খা নামাজের পর খুৎবা পাঠ শেষে মুনাজাতে কান্নারত অবস্থায় অনাবৃষ্টি ও তীব্র গরম থেকে মুক্ত পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।