ইবিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- Update Time : ১০:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ২৮ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবাগত শিক্ষার্থীদের জন্য ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এ বিশ্ববিদ্যালয় তোমাদের জন্মভূমি, পাঁচ বছরের জন্য। শ্রেণিকক্ষে পড়াশোনা ও শিক্ষকদের সঙ্গে সম্পর্ক স্থাপন গুরুত্বপূর্ণ। তোমরা যদি পড়াশোনা করো, তবে অনেক কিছু শিখতে পারবে।”
গেস্ট অব অনার হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিআইআইটি-এর মহাপরিচালক ড. এম. আব্দুল আজিজ। তারা নবীন শিক্ষার্থীদের সঠিক পথে চলার জন্য বিভিন্ন পরামর্শ দেন।
ওরিয়েন্টেশন বক্তা হিসেবে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান ইসলামের গুরুত্ব এবং জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।
এছাড়া, প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়